scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর! জানুন পদ্ধতি

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী।

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 2/9

বাড়তে থাকা করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল! এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। সংক্রমণ ঠেকাতে দেশের ২৮ রাজ্যে চলছে লকডাউন। লকডাউনেও জরুরি পরিষেবা হিসাবে সীমিত সময়ের জন্য খোলা থাকছে ব্যাঙ্কের শাখা।

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 3/9

তবে ব্যাঙ্কের শাখা খোলা থাকলেও লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় সেখানে যেতে পারছেন না অনেকেই। এই পরিস্থিতিতে ভরসা মোবাইল ব্যাঙ্কিং। অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই এখন সেরে নেওয়া যায় Bank KYC-র মতো জরুরি কাজও।

Advertisement
Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 4/9

কোনও গ্রাহক যদি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি পালটে ফেলতে চান সে ক্ষেত্রে তাঁকেও আর ব্যাঙ্কের কোনও শাখায় যেতে হবে না। বাড়িতে বসে অনলাইনেই পালটে ফেলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বরটি।

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 5/9

শুনতে অবাক লাগলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রাহকদের জন্য এমনই পরিষেবা চালু করেছে SBI। চলুন এ বার জেনে নেওয়া যাক অনলাইনে কী ভাবে SBI অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড বা রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বদলে নেবেন...

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 6/9

প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে পেজের উপরের বাঁ দিকে 'My Accounts and Profile' অপশনের ড্রপ ডাউন মেনুর Profile-এ ক্লিক করুন।

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 7/9

Profile-এ ক্লিক করার পর Personal Details/Mobile-এ ক্লিক করে Profile Password দিয়ে Submit করুন। এ বার যে পেজটি খুলবে সেখানে 'Change Mobile Number-Domestic only (Through OTP/ATM/Contact Centre)' অপশনে ক্লিক করুন।

Advertisement
Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 8/9

এবার যে পেজটি খুলবে সেখানে 'Personal Details-Mobile Number Update'-এর অপশনে নিজের নতুন মোবাইল নম্বর দেওয়ার অপশন পাবেন। এর পর থাকবে বিভিন্ন ভেরিফিকেশন অপশন।

Change Your Bank's Registered Mobile Number Online: বাড়িতে বসেই পাল্টে ফেলুন ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর!
  • 9/9

নিজের পছন্দ মতো OTP, ATM অথবা Contact Centre-এর যে কোনও একটি অপশন নতুন মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য বেছে নিতে পারেন। OTP ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন ও পুরনো দুটি নম্বরেই OTP যাবে। অন্যান্য দুটি ভেরিফিকেশনের ক্ষেত্রে নিজের ATM কার্ড আর অ্যাকাউন্ট নম্বর কাছে রাখা জরুরি।

Advertisement