scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে

Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে
  • 1/6

বিগত এক বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারির জেরে বদলে গিয়েছে অনেক কিছুই। দেশের অধিকাংশ সরকারি, বেসরকারি দফতরে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। সংক্রমণ এড়াতে দেশের অনেক সেক্টরের কর্মীরা এখনও বাড়ি থেকেই অফিসের কাজ করছেন।

Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে
  • 2/6

আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। বেড়েছে ডিজিটাল লেনদেন, ডিজিটাল কেনাকাটা। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের বিভিন্ন ক্ষেত্রেই একাধিক পরিবর্তন এসেছে। একই ভাবে Driving Licence রিনিউ করার জন্যেও এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সবটাই করা যাবে বাড়িতে বসেই, অনলাইনে।

Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে
  • 3/6

Driving Licence-এর মেয়াদ শেষ হওয়ার পর সেটি রিনিউ করার জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়৷ কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন পর রিনিউ করলে জরিমানা দিতে হয়৷ চলুন এ বার জেনে নেওয়া যাক অনলাইনে Driving Licence রিনিউয়ের জন্য আবেদন করার পদ্ধতি...

Advertisement
Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে
  • 4/6

Driving Licence রিনিউ করার জন্য প্রথমে পরিবহণ বিভাগের ওয়েবসাইটে parivahan.gov.in লগইন করতে হবে। এখানে Driving Licence সংক্রান্ত পরিষেবায় ক্লিক করে আবেদনকারীকে DL পরিষেবায় ক্লিক করতে হবে।

Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে
  • 5/6

Driving Licence রিনিউ করার জন্য প্রথমে Form D ডাউনলোড করে সেটিকে যথাযথ তথ্যে পূরণ করে স্ক্যান করে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করতে হবে। বয়স ৪০ বছরের বেশি হলে চিকিৎসকের থেকে Form 1A পূরণ করে আনতে হবে। আসল মেয়াদ শেষ হওয়া Driving Licence, পাসপোর্ট সাইজের ছবি আর Aadhaar কার্ডের ছবি-সহ ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে আপলোড করতে হবে।

Driving Licence রিনিউ করতে হবে? বাড়িতে বসেই সেরে ফেলুন অনলাইনে
  • 6/6

এ বার ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে Driving Licence-এর নম্বরের সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্ট আপলোড করতে হবে। নিকটবর্তী RTO অফিসে গিয়ে স্লট বুকিং করার জন্য পেমেন্ট করতে হবে RTO কার্যালয়ে আপনার বায়োমেট্রিক তথ্য ও যাবতীয় নথি যাচাই করা হবে। এর পরই Driving Licence রিনিউ হয়ে যাবে।

Advertisement