একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে West Bengal Police। সফ্টওয়্যার ডেভেলপার, সফ্টওয়্যার সাপোর্ট পার্সোনেল, ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ও ড্রাইভার পদে মোট ১৭ জন কর্মী নিয়োগ করছে West Bengal Police। ড্রাইভার ছাড়া বাকি পদে নিয়োগ হবে পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সে। ড্রাইভারের নিয়োগ হবে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোতে। সমস্ত পদেই অস্থায়ী ও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
সফ্টওয়্যার ডেভেলপার: মোট শূন্যপদের সংখ্যা ২টি। প্রথম শ্রেণির এমবিএ অথবা আইটি/ কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণির এমএসসি/ বিই/ বিটেক ডিগ্রি থাকা প্রার্থীরা সফ্টওয়্যার ডিজাইনে দক্ষ হলে আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বেতন মাসে ২৭,০০০ টাকা।
সফ্টওয়্যার সাপোর্ট পার্সোনেল: মোট শূন্যপদের সংখ্যা ৪টি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিপ্লোমা/ স্নাতক অথবা কম্পিউটার সায়েন্সের বিএসসি অথবা ডোয়েক থেকে ৩ বছরের “A” লেভেল সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারেন, সঙ্গে ইনস্টলেশন, মেন্টেনেন্সের কাজে দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বেতন মাসে ১৮,০০০ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর: মোট শূন্যপদের সংখ্যা ৪টি। স্নাতক প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বেতন মাসে ১৩,০০০ টাকা।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর: মোট শূন্যপদের সংখ্যা ১টি। প্রথম শ্রেণির এমবিএ অথবা আইটি/ কম্পিউটার সায়েন্সের প্রথম শ্রেণির এমএসসি/ বিই/ বিটেক ডিগ্রি থাকা প্রার্থীরা সফ্টওয়্যার ডিজাইনে দক্ষ হলে আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। বেতন মাসে ২৪,০০০ টাকা।
ড্রাইভার: মোট শূন্যপদের সংখ্যা ৫টি। অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল বেতন ১১,৫০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, প্রাক্টিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীদের কাজ করতে হবে কলকাতা, শিলিগুড়ি বা দুর্গাপুরে। ড্রাইভার পদের ক্ষেত্রে ড্রাইভিং টেস্ট থাকবে। ড্রাইভার পদের ক্ষেত্রে আবেদনপত্র পাঠাবেন ২৫ জানুয়ারির মধ্যে। এই ঠিকানায়: The Additional Director General of Police, State Crime Records Bureau, West Bengal, DJ Block, Sector II, Salt Lake, Kolkata-700091।
আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদনপত্রের বয়ান পাওয়া যাবে www.policewb.gov.in ওয়েবসাইটে। এক কপি পাসপোর্ট মাপের ছবি, সঙ্গে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণপত্র, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র ইত্যাদির নথির স্বপ্রত্যয়িত ফটোকপি দিতে হবে। আবেদনপত্র ভরা খামের ওপরে লিখবেন Post Applied for………
সফ্টওয়্যার ডেভেলপার, সফ্টওয়্যার সাপোর্ট পার্সোনেল, ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পদের ক্ষেত্রে আবেদনপত্র পাঠাবেন ২৮ জানুয়ারির মধ্যে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: the Additional Director General of Police, Special Task Force, West Bengal. অথবা Special Task Force, West Bengal, Udayachal Tourism Property (2nd) floor, Plot No 3, DG Block, Sector II, Salt Lake, Kolkata-700091 এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে পারেন।