এমনিতে Aadhaar কার্ড ডাউনলোড করার জন্য OTP যাচাই করা বাধ্যতামূলক। এর জন্য আগে শুধুমাত্র নথিভুক্ত ফোন নম্বরেই OTP পাঠানো যেত। তবে এখন ফোন নম্বর আধারের সঙ্গে নথিভুক্ত না থাকলেও OTP যাচাই করে Aadhaar কার্ড ডাউনলোড করতে পারবেন! জেনে নিন তার পদ্ধতি...
এর জন্য প্রথমে uidai.gov.in-এ ক্লিক করে ‘My Aadhaar’-র ট্যাবে ক্লিক করে ‘Order Aadhaar reprint’ বিকল্পে ক্লিক করুন।
‘Order Aadhaar reprint’ বিকল্পে ক্লিক করার পর ১২ ডিজিটের Aadhaar নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) টাইপ করুন এবং ক্যাপচা কোড দিয়ে তা ভেরিফাই করে নিন।
এর পর ‘My mobile is not registered’ বিকল্পে ক্লিক করে আপনার মোবাইল নম্বর দিন। এবার 'Terms and Conditions' ও পরে ‘Send OTP’ অপশনে ক্লিক করে ‘Submit’ করুন।
এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে ‘Preview Aadhaar Letter for further verification for reprint’ বিকল্পটি পাওয়া যাবে। এখানে ‘Make Payment’ অপশনে ক্লিক করতে হবে।