ভারতীয় রেলে (Indian Railways) প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ রয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR)।
সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে বিলাসপুর ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ, স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৩২ জনকে নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ।
উল্লেখিত প্রতিটি পদের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতা চেয়েছে রেল। তবে মোট মোট ৪৩২টি শূন্যপদে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাস বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে ITI থেকে নির্দিষ্ট পদের যোগ্যতার শংসাপত্র থাকাটা আবশ্যিক।
আবেদনকারীর বয়সসীমা: উল্লেখিত পদগুলিতে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্য প্রার্থীদের বাছাইয়ের পর তাঁদের এক বছরের প্রশিক্ষণ দেবে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR)। এই সময় ছত্তিশগড় সরকারের চাকরির নিয়ম মেনে স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।