scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 1/10

যে কোনও লোন বা ক্রেডিট কার্ড দেওয়ার আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা ফিনান্স সংস্থার পক্ষ থেকে জানতে চাওয়া হয় অথবা দেখে নেওয়া হয় CIBIL Score। কিন্তু দেশের অধিকাংশ ঋণগ্রহীতাই তাঁদের সিবিল স্কোর সম্পর্কে এখনও তেমন ভাবে ওয়াকিবহাল নন!

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 2/10

সিবিল স্কোর (CIBIL Score) ৭৫০-এর বেশি হলে ঋণগ্রহীতার ঋণ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ঋণ দেওয়ার ক্ষেত্রেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা ফিনান্স সংস্থার ঝুঁকি কম থাকে। সিবিল স্কোর কম থাকলে ফলাফল হয় এর ঠিক উল্টো।

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 3/10

আর্থিক সাক্ষরতা যে কোনও দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তাই সম্প্রতি হোম ক্রেডিট ইন্ডিয়া (Home Credit India) দেশের ৭টি শহরের মোট ১,০০০ জন ঋণগ্রহীতার উপর একটি সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষায় দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬৭ শতাংশ ঋণগ্রহীতা নিজেদের CIBIL Score জানেনই না!

Advertisement
CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 4/10

হোম ক্রেডিট ইন্ডিয়া (Home Credit India) পরিচালিত ওই সমীক্ষায় দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৫২ শতাংশ ঋণগ্রহীতা নিজেদের সিবিল স্কোরের (CIBIL Score) গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। ঋণগ্রহীতাদের প্রায় ৭৬ শতাংশই জানেন না তাঁদের নেওয়া ঋণে সুদের হার কত!

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 5/10

কিন্তু, কী ভাবে বাড়াবেন নিজের সিবিল স্কোর (CIBIL Score)? মাত্র ৩-৪টি বিষয় মনে রাখলেই বাড়তে পারে আপনার সিবিল স্কোর (CIBIL Score)। চলুন জেনে নেওয়া যাক...

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 6/10

সিবিল স্কোর (CIBIL Score) ভাল করতে সবচেয়ে জরুরি সময়ে সঠিক সময়ে ঋণ শোধ করা। আপনি যদি বড় ঋণের জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হন। ব্যাঙ্ক আপনার সিবিল স্কোর (CIBIL Score) এবং ক্রেডিট হিসট্রি (কত ধার এবং কী ভাবে, কখন শোধ) জানতে চাইবে।

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 7/10

সিবিল স্কোর (CIBIL Score) ভাল হলে ঋণ চটজলদি পেয়ে যাবেন। সিবিল স্কোর (CIBIL Score) খারাপ হলে ঋণের আবেদন খারিজ হয়ে যেতে পারে বা ঋণের সুদের অঙ্ক বেড়ে যাবে। তাই ভাল সিবিল স্কোর (CIBIL Score) ধরে রাখতে অবশ্যই সঠিক সময়ে ঋণ শোধ করুন বা সময় মতো ক্রেডিট কার্ডের বিল শোধ করে দিন।

Advertisement
CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 8/10

সময় মতো ক্রেডিট কার্ডের বিল শোধ না করলে যেমন সিবিল স্কোর (CIBIL Score) ক্ষতিগ্রস্ত হয়, তেমনই ক্রেডিট কার্ড ব্যবহার না করে ফেলে রাখলেও সিবিল স্কোর (CIBIL Score) কমে যায়। তাই ক্রেডিট কার্ড ফেলে না রেখে বুঝেশুনে ব্যবহার করুন।

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 9/10

ঋণের মাসিক কিস্তির (EMI) পরিমাণ কখনই আপনার মাসিক আয়ের ৪০ শতাংশের বেশি হওয়া উচিত না। একই ভাবে ক্রেডিট কার্ড থাকলে, কখনই তার সম্পূর্ণ অর্থ (ক্রেডিট লিমিট) খরচ করবেন না। এতে আপনার সিবিল স্কোর (CIBIL Score) ঠিক থাকবে।

CIBIL Score: সহজে Loan পেতে কী ভাবে বাড়াবেন নিজের CIBIL Score? জেনে নিন
  • 10/10

সিবিল স্কোর (CIBIL Score) সম্পর্কিত বিষয়ে আপনি কতবার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছেন, তা প্রযুক্তির সাহায্যে সহজেই জানা সম্ভব। ধার নিতে ব্যাঙ্কের সঙ্গে বেশি যোগাযোগ আপনার আর্থিক দৈন্যতা প্রকাশ্যে নিয়ে আসে। এ ক্ষেত্রে সিবিল স্কোর (CIBIL Score) ক্ষতিগ্রস্ত হয়, নতুন ঋণের সম্ভাবনা কমে যায়।

Advertisement