scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

How To Link Aadhaar With Ration Card: আধারের সঙ্গে রেশন কার্ড কীভাবে লিঙ্ক করবেন, জানুন সহজ টিপস

রেশন
  • 1/9

আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করার মতো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। অনলাইনেই চাইলে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। 

কার্ডের
  • 2/9

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হলে প্রথমে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
 

অপশন
  • 3/9

ওয়েবসাইটটি খুললেই বিভিন্ন অপশন নজরে আসবে। সেখানে গিয়ে Aadhaar Linking with Ration Card অপশনে ক্লিক করতে হবে। 

Advertisement
আরেকটি
  • 4/9

অপশনটিতে ক্লিক করলে আরেকটি পেজ খুলবে। সেখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন। 

ক্যাটাগরির
  • 5/9

একটি অপশনে আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরির সেটা চাইবে। অপরটিকে রেশন কার্ডের নম্বর দিতে হবে।

কার্ডের
  • 6/9

দুটিতে বিবরণ দেওয়ার পরেই আপনার নাম ও কার্ডের বিবরণ সামনে চলে আসবে। সেখানে আপনি দেখতে পারবেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা।

ওটিপি
  • 7/9

যদি লিঙ্ক না থাকে, তাহলে রেজিস্টার করা মোবাইলে একটি ওটিপি যাবে। সেটি ওয়েবসাইটে দিলেই সেটা লিঙ্কড হয়ে যাবে।
 

Advertisement
রেশন
  • 8/9

এর বাইরে অফলাইন পদ্ধতিতেও আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা যাবে।

করাতে
  • 9/9

এর জন্য নিকটস্থ আধার কার্ড এনরোলমেন্ট সেন্টার কিংবা রেশন কার্ডের দোকানে যেতে হবে। সেখানেই আপনি লিঙ্কড করাতে পারবেন। 

Advertisement