scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

EPFO: নতুন PF অ্যাকাউন্টের সঙ্গে মার্জ করুন পুরনো কোম্পানির, লাগবে মাত্র ৫ মিনিট

EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 1/8

প্রাইভেট সেক্টরে আজকের সময়ে লোকেরা দ্রুততার সঙ্গে চাকরি বদল করছেন। প্রত্যেক নতুন কোম্পানি জয়েনিং এর সময়ে পুরনোওয়ালা UAN নম্বর থেকেই নতুন খাতা শুরু করেন।

EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 2/8

যদিও নতুন অ্যাকাউন্টে পুরনো কোম্পানির ফান্ড জুড়তে পারে না। এর কারণে পিএফ খাতাধারীদের ইপিএফ এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টে মার্জ করতে হয়। এরপরেই আপনার টোটাল অ্যামাউন্ট একটা একাউন্টে শো করতে শুরু করবে।

EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 3/8

UAN এর নম্বর জরুরি ইপিএফ হতে মজুত থাকা বর্তমান অ্যাকাউন্টেকে মার্জ করার জন্য আপনার সবার আগে এর ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনি সার্ভিসে গিয়ে One Employee- One EPF Account-এ ক্লিক করুন এরপরে EPF অ্যাকাউন্টে মার্জ করার জন্য ফর্ম খুলবে। এখানে পিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নম্বর দিতে হবে। এরপরে ইউএন এবং কারেন্ট মেম্বার আইডি দিতে হবে।

Advertisement
EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 4/8

রেজিস্টার্ড মোবাইল নম্বরে সঙ্গে রাখুন

যখন পুরো ডিটেলস ভরা হয়ে যাবে তখন এরপর অথেন্টিকেশন করার জন্য ওটিপি জেনারেট হবে। এটিই আপনাকে রেজিস্টার মোবাইল নম্বরে আসবে, যখনই আপনি ওটিপি নম্বর দেবেন আপনার পুরনো পিএফ অ্যাকাউন্ট দেখাতে শুরু করবে। এরপরে অ্যাকাউন্ট নম্বরে এবং ডিক্লারেশনের শিকার করুন এবং সাবমিট করে দিন। আপনার মার্জে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। ভেরিফিকেশন এর কয়েকদিন পর আপনার পিএফ একাউন্ট মার্জ হয়ে যাবে।

EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 5/8

UAN এর নম্বর জানা জরুরি

পিএফ এর সঙ্গে জড়িত কোনও অনলাইন সুবিধার লাভ পেতে হলে আপনাকে UAN ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর জানতে হবে। এর সঙ্গে ইউ এন এর একটিভ থাকাও জরুরি। যদি আপনার ইউএন না জানা থাকে তাহলে নিচে দেওয়া প্রসেস ফলো করলে আপনি জানতে পারবেন।

EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 6/8

পিএফ ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি সবার আগে এইচটিটিপি করুন।

https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login মেম্বার পাসবুক লগইন এ আপনি নিজের মোবাইল অথবা ল্যাপটপ ব্রাউজারে ওপেন করুন এরপরে এখন ইউএন নম্বর এবং পাসওয়ার্ড দিন। এর ক্যাপচা কোড দিন। এখন আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে ড্রপডাউন লিস্টে নিজের অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করুন।

EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 7/8

এরপরে আপনাকে সামনে পিএফ অ্যাকাউন্টের ডিটেলস ওপেন হয়ে যাবে। ইপিএফও সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ০১১২২৯০১৪০৬ এ মিস কল করুন এবং আপনার পিএফ ব্যালেন্স জানতে পারবেন। ইপিএফও এই মেসেজের মাধ্যমে পিএফ এর ডিটেলস পাওয়া যাবে।

 

Advertisement
EPFO-তে মার্জ করবেন কীভাবে?
  • 8/8

সরকারি কর্মচারী সরকার কর্মচারী ভবিষ্যৎ নীতি সংগঠন ইপিএফও এর জমা টাকাতে পাওয়া সুদের দরে নিজেদের মোহর লাগিয়ে দিয়েছে। আর্থিক বর্ষ ২০২১-২২ এর জন্য ইপিএফ এর ৮.০১ পারসেন্ট সুদ দেওয়া হবে। গত আর্থিক বছরে সুদের পরিমাণ ছিল ৮.৫ শতাংশ আশা করা যাচ্ছে। এই বছরের সুদ অ্যাকাউন্টে দিয়ে দেবে সরকার।

Advertisement