বিগত বেশ কয়েক বছর ধরেই Digital আর্থিক লেনদেনের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোটবন্দির (Demonetisation) সময় থেকেই দেশে একটু একটু করে বেড়েছে Digital আর্থিক লেনদেন।
২০১৬ সালের ওই নোট বাতিলের (Demonetisation) সিদ্ধান্তে দেশে Digital আর্থিক লেনদেন যে কতটা বৃদ্ধি পেয়েছে, তার প্রমাণ মিলল সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে।
ব্রিটেনের ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি Digital আর্থিক লেনদেন হয়েছে ভারতে। এই হিসাবে ভারত Digital লেনদেনে চিন, আমেরিকাকে হারিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে।
ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, গত বছরে মোট ২৫.৫ বিলিয়ন (আড়াই হাজার কোটি) রিয়েল-টাইম লেনদেন হয়েছে ভারতে।
ACI Worldwide-এর সমীক্ষার তথ্য অনুযায়ী, রিয়েল-টাইম Digital লেনদেনের নিরিখে ভারতের পরেই রয়েছে চিন। ২০২০ সালে চিনে মোট ১৫.৭ (প্রায় দেড় হাজার কোটি) বিলিয়ন রিয়েল-টাইম লেনদেন হয়েছে।
ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এই তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাইল্যান্ডের নাম। এই দুই দেশে গত বছর মোট রিয়েল-টাইম Digital লেনদেনের পরিমাণ যথাক্রমে ৬ বিলিয়ন এবং ৫.২ বিলিয়ন।
ACI Worldwide-এর সমীক্ষার তথ্য অনুযায়ী, এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন। ২০২০ সালে ব্রিটেনে মোট ২.৮ বিলিয়ন রিয়েল-টাইম Digital লেনদেন হয়েছে। তালিকার ৯ নম্বরে রয়েছে আমেরিকার নাম। ওই বছর সে দেশের মোট রিয়েল-টাইম Digital লেনদেনের পরিমাণ ১.২ বিলিয়ন।
ACI Worldwide-এর সমীক্ষায় রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বিশ্ব জুড়ে রিয়েল-টাইম Digital লেনদেনের পরিমাণ অন্তত ৩৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে।