scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 1/8

সামান্য বিনিয়োগে স্বনির্ভর হওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিস! মাত্র ৫,০০০ টাকা দিয়েই প্রতি মাসে সুনির্দিষ্ট আয়ের ব্যবস্থা হয়ে যাবে। কারণ, এ বার পোস্ট অফিসের ফ্রেঞ্চাইসি দেওয়ার ব্যবস্থা করেছে India Post।

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 2/8

আপনি ভারতীয় ডাক পরিষেবা এবং সরকারকে সাহায্য করার পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় যোগ দিয়ে একটি সুদর্শন পরিমাণ উপার্জন করতে পারেন! এর জন্য, আপনাকে শুধু একটি পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি নিতে হবে!

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 3/8

বর্তমানে ভারতে পোস্ট অফিসের নেটওয়ার্কের আওতায় প্রায় ১ লাখ ৫৫ হাজার পোস্ট অফিস রয়েছে। কিন্তু আরও পোস্ট অফিস খুলতে চাইছে India Post। আর সেই জন্যে ফ্রেঞ্চাইসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 4/8

পোস্ট অফিসের এই স্কিমে যোগদান করে আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন! তবে এর জন্য আপনাকে ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে। ইন্ডিয়া পোস্টের ফ্র্যাঞ্চাইজির সুযোগ কাজে লাগিয়ে স্বনির্ভর হতে চান? তাহলে কী করতে হবে জেনে নিন সবিস্তারে...

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 5/8

বর্তমানে পোস্ট অফিসে দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি প্রদান করছে। প্রথম আউটলেট ফ্র্যাঞ্চাইজি! আর অন্যটি পোস্টাল এজেন্ট ফ্র্যাঞ্চাইজি! দুই ফ্র্যাঞ্চাইজির যে কোনো একটি নিতে পারেন! আসলে, সারা দেশে অনেক জায়গায় পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি আউটলেট খোলা হয়েছে।

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 6/8

এর অধীনে এজেন্টরা শহর ও গ্রামাঞ্চলে ডাকটিকিট এবং স্টেশনারি সামগ্রী বিতরণ করেন। ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর, আপনার কাজ অনুযায়ী আপনাকে একটি নির্দিষ্ট কমিশন দেওয়া হবে। এর থেকে মাসে হাজার হাজার টাকা আয় হতে পারে!

Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 7/8

পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্যে অন্তত ২০০ স্কোয়্যার ফুটের জায়গা থাকতে হবে। এটির জন্য ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারেন। আবেদনকারীকে অন্তত অষ্ঠম শ্রেণি পাশ হতে হবে তবে যাঁদের পরিবারের কোনও সদস্য পোস্ট অফিসে কাজ করেন, তাঁরা এই ফ্র্যাঞ্চাইজির আবেদন করতে পারবেন না।

Advertisement
Post Office Franchise: মাত্র ৫,০০০ টাকায় ব্যবসার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস, আয় ৫০,০০০ টাকা!
  • 8/8

পোস্ট অফিসের ফ্রেঞ্চাইজি আউটলেটের জন্য বিনিয়োগের পরিমাণ সামান্যই, নূন্যতম ৫,০০০ টাকা (সিকিউরিটি ডিপোজিট)। তবে পোস্টাল এজেন্ট হতে চাইলে, সে ক্ষেত্রে বিনিয়োগের অঙ্ক অনেকটাই বেশি। এই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্যে আবেদন করতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল লিঙ্কে গিয়ে (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf)।

Advertisement