scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 1/8

মঙ্গলবার দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। প্রথম দিনেই LIC শেয়ার বাজারে বিশাল ছাড়ে তালিকাভুক্ত হয়েছে। এই আইপিওর প্রাইস ব্যান্ড ছিল শেয়ার প্রতি ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা।

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 2/8

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE), LIC-এর স্টক ৮.১১ শতাংশ ডিসকাউন্টে ৮৭২ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এটি বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ৮৬৭.২০ টাকা ইস্যু মূল্যে ৮.৬২ শতাংশ ছাড়ে তালিকাভুক্ত হয়েছে।

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 3/8

ডিসকাউন্টে এলআইসি আইপিও তালিকাভুক্ত হওয়ার পরে, এখন বিনিয়োগকারীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। এখন তাঁরা কী করবেন, সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকে। লোকসানে শেয়ার বিক্রি করে দেবেন, নাকি অপেক্ষা করবেন?

Advertisement
LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 4/8

কেন্দ্র সরকারও এই আইপিও থেকে অর্থ উপার্জনের আশা করেছে। যদিও এখনও পর্যন্ত তা হয়নি। এলআইসি শেয়ারের দুর্বল তালিকার জন্য স্টক মার্কেটকেই দায়ী করেছে কেন্দ্র। কেন্দ্রের মতে, বাজারের অস্থিরতার কারণেই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 5/8

ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM) বিভাগের সচিব তুহিন কান্ত পান্ডে বলেন, বাজারের অনিশ্চয়তা এই শেয়ারের দুর্বল তালিকার কারণ। সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের এলআইসির শেয়ার দীর্ঘদিন ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 6/8

স্বস্তিকা ইনভেস্টমার্টের হেড রিসার্চ সন্তোষ মীনা বলেছেন যে, ডিসকাউন্ট তালিকার পিছনে বাজারের পতন একটি বড় কারণ। কোম্পানিটি অত্যন্ত শক্তিশালী এবং বিমা খাতে অগ্রণী। দীর্ঘমেয়াদে এই স্টকের আরও বৃদ্ধি প্রত্যাশিত।

LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 7/8

আইআইএফএল সিকিউরিটিজ-এর ভাইস প্রেসিডেন্ট, রিসার্চ অনুজ গুপ্ত বলেন, এই স্টক থেকে এক মাসে ৫০% পর্যন্ত লাভের আশা করতে পারেন৷ দীর্ঘমেয়াদে স্টকটি বিনিয়োগকারীদের লাভবান করতে পারে।

Advertisement
LIC Share Price: LIC IPO-তে কেন লোকসান হল লগ্নিকারীদের? মুখ খুলল কেন্দ্র
  • 8/8

বিদেশী ব্রোকারেজ ফার্ম Macquarie LIC কভারেজ শুরু করেছে। এটিকে একটি নিরপেক্ষ রেটিং দেওয়া হয়েছে যার লক্ষ্য মূল্য ১০০০ টাকা। এই ব্রোকারেজ ফার্মের তরফে বলা হয়েছে যে, কোনও বিনিয়োগকারী যে এলআইসিতে বিনিয়োগ করতে চান তারা ইক্যুইটি বাজারে পরোক্ষভাবে বিনিয়োগ করছেন।

Advertisement