scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 1/10

দেড় হাজারেরও বেশি শূন্যপদে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা! কুক, মেস স্টাফ, স্টেনো, এলডিসি, লন্ড্রিম্যান, এমটিএস-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 2/10

Indian Air Force-এর ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট, সেন্ট্রাল এয়ার কম্যান্ড ইউনিট, ইস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিট, সাউদার্ন কম্যান্ড ইউনিট, ট্রেনিং কম্যান্ড ইউনিট এবং মেন্টেন্যান্স কম্যান্ড ইউনিটে এই নিয়োগ চলছে।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 3/10

উল্লেখিত ইউনিটগুলিতে মোট ১,৫১৫টি শূন্যপদে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা! এর মধ্যে ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিটে: মোট শূন্যপদের সংখ্যা ৩৬২টি। সেন্ট্রাল কম্যান্ড ইউনিটে: মোট শূন্যপদের সংখ্যা ১১৬টি। ইস্টার্ন এয়ার কম্যান্ড ইউনিটে: মোট শূন্যপদের সংখ্যা ১৩২টি। সাউদার্ন এয়ার কম্যান্ড ইউনিটে: মোট শূন্যপদের সংখ্যা ২৮টি। ট্রেনিং কম্যান্ড ইউনিটে: মোট শূন্যপদের সংখ্যা ৩৯৮টি। মেন্টেন্যান্স কম্যান্ড ইউনিটে: মোট শূন্যপদের সংখ্যা ৪৭৯টি।

Advertisement
Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 4/10

সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সুপারিন্টেন্ডেন্ট (স্টোর) পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী ও অভিজ্ঞতা থাকা চাই। স্টেনো গ্রেড-২ অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা হিন্দি টাইপিস্ট অথবা স্টোর কিপার পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ ও শর্টহ্যান্ড এবং টাইপিং টেস্টে সফল হতে হবে।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 5/10

সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অথবা কুক অথবা পেইন্টার অথবা কার্পেন্টার অথবা আয়া বা ওয়ার্ড সহায়ক অথবা হাউসকিপিং স্টাফ অথবা লন্ড্রিম্যান অথবা মেস স্টাফ অথবা মাল্টি টাস্কিং স্টাফ অথবা ভালকানিশার অথবা টেইলর অথবা টিমস্মিথ অথবা কপার স্মিথ ও শিট মেটাল ওয়ার্কার পদের ক্ষেত্রে মাধ্যমিক অথবা দশম শ্রেণি পাশ ও সঙ্গে হেভি ড্রাইভিং লাইসেন্স অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 6/10

ফায়ারম্যান অথবা ফায়ার ইঞ্জিন ড্রাইভার অথবা ফিটার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অথবা ট্রেডসম্যান মেট অথবা লেদার ওয়ার্কার অথবা টার্নার অথবা ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে মাধ্যমিক অথবা দশম শ্রেণি পাশ ও সঙ্গে হেভি ড্রাইভিং লাইসেন্স অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 7/10

ফায়ারম্যান পদের ক্ষেত্রে শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় ১৬৫ সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে ৮১.৫ ও ৮৫ সেমি, ওজন ৫০ কেজি।

Advertisement
Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 8/10

উল্লেখিত সকল পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় রয়েছে। বেতন সপ্তম পে কমিশনের লেভেল ১, লেভেল ২, লেভেল ৩, লেভেল ৪ অথবা লেভেল ৫ অনুযায়ী মিলবে।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 9/10

প্রার্থী বাছাই করা হবে প্রাথমিক ভাবে দরখাস্ত বাছাই ও পরে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষার (প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে) মাধ্যমে। লিখিত পরীক্ষায় সফলদের (মেধা অনুযায়ী) শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা, তাঁদের নথিপত্র যাচাই (এসময়ে দরখাস্তের সঙ্গে দেওয়া যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যেতে হবে) করার পর নিয়োগ করা হবে।

Indian Air Force Recruitment: মোটা বেতনে গ্রুপ-সি সিভিলয়ন নিয়োগ করছে ভারতীয় বায়ু সেনা!
  • 10/10

নির্ধারিত বয়ানে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের বয়ান পাবেন সরকারি ওয়েবসাইটে দেওয়া পিডিএফ-এ। ইচ্ছুক প্রার্থীরা https://indianairforce.nic.in এই লিঙ্কে আবেদনের আরও বিস্তারিত তথ্য পাবেন। দরখাস্ত পূরণ করা ও ছবি সাঁটা দরখাস্তের সঙ্গে দিতে হবে যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি এবং নিজের নাম-ঠিকানা লিখে ১০ টাকার ডাকটিকিট সেঁটে পছন্দের এয়ার ফোর্স স্টেশনে দরখাস্ত পাঠাবেন। দরখাস্ত ৩ মে, ২০২১ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।

Advertisement