scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 1/9

IPO-Initial Public Offering এর সংক্ষিপ্ত রূপকে IPO বলা হয়। IPO-কে প্রাইমারি মার্কেটও বলা হয়। বিনিয়োগে ইচ্ছুক সাধারণ মানুষের থেকে টাকা তোলার আরেক নামই IPO।

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 2/9

এ মাসে পরপর বেশ কয়েকটি IPO খোলার ফলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন যে, কোনটিতে বিনিয়োগ করা উচিৎ আর কোনটায় টাকা না ঢাললেও চলবে! কোন IPO-তে বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে, তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে! 

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 3/9

৭ এপ্রিল বাজারে এসেছে ম্যাক্রোটেক ডেভেলপার্সের (Macrotech Developers) IPO। ৯ এপ্রিল, অর্থাৎ আগামীকাল পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে এই IPO।

Advertisement
Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 4/9

ম্যাক্রোটেক ডেভেলপার্সের (Macrotech Developers) প্রতিটি শেয়ারের দাম ৪৮৩ টাকা থেকে ৪৮৬ টাকা। এর এক একটি লটে ৩০টি শেয়ার রয়েছে। এই শেয়ারে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১৪ হাজার ৪৯০ টাকা।

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 5/9

মুম্বইয়ে ম্যাক্রোটেক ডেভেলপার্সের (Macrotech Developers) প্রতিষ্ঠা করেছিলেন মঙ্গল কুমার লোধা। এটি মূলত রিয়েল এস্টেট সংস্থা। ২০১৯ সালের পরে আরও একাধিক ব্যবসা খাতের সঙ্গে যুক্ত হয় এই সংস্থা। এই সংস্থার নামে মুম্বইর ট্রাম্প টাওয়ার এবং লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারের মতো বড় প্রজেক্টও রয়েছে।

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 6/9

বাজারে মোট আড়াই হাজার কোটি টাকার IPO ছেড়েছে ম্যাক্রোটেক ডেভেলপার্স (Macrotech Developers)। ১৪ অ্যাঙ্কর বিনিয়োগকারীর থেকে ইতিমধ্যেই ৭৪০ কোটি টাকা তুলেছে।

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 7/9

প্রথম দিনেই ম্যাক্রোটেক ডেভেলপার্সের (Macrotech Developers) ২৬ শতাংশ IPO-র সাবস্ক্রিপশন সারা হয়ে গিয়েছে। ম্যাক্রোটেক ডেভেলপার্স (Macrotech Developers) তার সংস্থার কর্মীদের জন্য ৩০ কোটি টাকার শেয়ার সংরক্ষণ করেছে।

Advertisement
Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 8/9

যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতারাও ম্যাক্রোটেক ডেভেলপার্সের শেয়ার কেনার জন্য ইতিমধ্যেই দর হাঁকিয়েছেন। প্রথম দিনেই যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য ম্যাক্রোটেক ডেভেলপার্সের (Macrotech Developers) সংরক্ষিত শেয়ারের ৫৮ শতাংশ সাবস্ক্রাইব করা হয়ে গিয়েছে।

Macrotech Developers IPO: কতটা লাভজনক ম্যাক্রোটেক ডেভেলপার্সের IPO! জানুন খুঁটিনাটি
  • 9/9

গত কালই ম্যাক্রোটেক ডেভেলপার্সের (Macrotech Developers) খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ারের ১৫ শতাংশ সাবস্ক্রাইব হয়েছিল। দ্বিতীয় দিনে ২০ শতাংশ সংরক্ষিত শেয়ার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে।

Advertisement