ভারতে প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। একই ট্রেনে রেলওয়ে বিভিন্ন কোচের মাধ্যমে যাত্রীদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।
অনেক যাত্রী প্রায়ই এসি কোচে যাতায়াত করেন। কিন্তু এতে কত টনের এয়ার কন্ডিশনার লাগানো আছে, তা তারা জানেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে প্রায় ৭২ জন যাত্রী নিয়ে চলা ট্রেনে কত টনের এসি লাগানো থাকে।
রেলওয়ের কিছু পুরনো কারখানায় এসির ফর্মুলা আলাদা, যেখানে এখন হাই স্পিড ট্রেনের জন্য তৈরি কোচের ক্ষেত্রে এসির ফর্মুলা আলাদা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ভারতের প্রাচীনতম কোচ কারখানা।
এই কারখানায় তৈরি ১ম এসি কোচে ৬.৭ টন ওজনের একটি AC মেশিন বসানো থাকে। ৫.২ টন ওজনের দুটি ইউনিট 2nd AC-তে এবং ৭ টনের দুটি ইউনিট rd AC তে ইনস্টল করা থাকে৷ পাশাপাশি, এসি চেয়ার কারটিতে ৬.৬ টন ওজনের দুটি ইউনিট বসানো থাকে।
এখন রেলওয়ে অত্যাধুনিক লিংক হফম্যান বুশ এলএইচবি কোচ তৈরি করছে। এলএইচবি কোচের কারণে ট্রেনের গতি বেড়েছে এবং এগুলোর মধ্যে এসি আরও ভালো অভিজ্ঞতা দেয়।
এখন রেলওয়ের এসি ২ কোচে ৭ টনের দুটি এসি লাগানো আছে। অর্থাৎ, সব কোচেই ১৪ টনের এসি লাগানো থাকে। তবে উভয় ক্ষেত্রেই বগির ভিতরের তাপমাত্রা স্থির রাখা হয় যা যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।