ভারতে সর্বাধিক বিক্রিত দু'চাকা গাড়ি হিরো স্প্লেন্ডার। কিন্তু স্প্লেন্ডারের চেয়েও আরও ৫টি মোটর বাইককে বেশি পছন্দ করেন ভারতীয়রা। এমনটাই বলছে TRA বার্ষিক ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট (Brand Trust Report)।
হিরো স্প্লেন্ডার (Hero Splendor)
চার চাকা গাড়ি, স্কুটার এবং মোটরসাইকেটের রেটিং করে ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট (BTR)। আর সেই রেটিং অনুযায়ী গ্রাহক-পছন্দে প্রথম পাঁচেই নেই Hero Splendor। দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের ক্রমতালিকায় হিরো স্প্লেন্ডারের ক্রমাঙ্ক ৩৩৯। দিল্লিতে এই বাইকের দাম ৬৮ হাজার টাকা।
হন্ডা সিবি সাইন (Honda CB Shine)
সবচেয়ে বেশি ভরসাযোগ্য মোটরসাইকেল ব্র্যান্ডের তালিকায় শীর্ষে হন্ডা সিবি সাইন (Honda CB Shine)। এই বাইকের নির্মাতা সংস্থা হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle And Scooter India) দেশের সবচেয়ে ভরসাযোগ্য কোম্পানি। Top-500 Most Trusted Brand-র তালিকায় হন্ডা সিবি সাইন ৮৭ নম্বরে। দিল্লিতে এই বাইকের দাম ৭৪,৯৪৩ টাকা।
বজাজ পালসার (Bajaj Pulsar)
অত্যন্ত জনপ্রিয় বজাজ পালসার। এটি পছন্দের মোটর সাইকেটের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। Top-500 Most Trusted Brand-এ এই বাইকের রেটিং ২১১। ১২৫ সিসির দাম ৮০ হাজার থেকে শুরু।
বজাজ ডিসকভার (Bajaj Discover)
বজাজের আর একটি বাইকও গ্রাহকদের ভরসার তালিকায় অগ্রাধিকারে। ভরসার তালিকায় ডিসকভার রয়েছে তৃতীয়স্থানে। মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ডের তালিকায় ২৭৮-এ রয়েছে এই দ্বিচক্রযান। যদিও বজাজ ডিসকভার আর উৎপাদন করে না সংস্থা।
হন্ডা ইউনিকর্ন (Honda Unicorn)
বাইকের তালিকায় প্রথম পাঁচে রয়েছে হন্ডার আর একটি মডেল। হন্ডা ইউনিকর্ন দেশের চতুর্থতম ভরসাযোগ্য বাইক। দেশের শীর্ষ ৫০০ ব্র্যান্ডের তালিকায় এট ৩১২ নম্বর স্থানে। বাইকের দাম ১.০১ লক্ষ টাকা শুরু।
ইয়ামাহা এফজেড এবং টিভিএস অ্যাপাচে (Yamaha FZ, TVS Apache)
BTR-তালিকায় Most Trusted Bike Brand-এ স্প্লেন্ডারের চেয়েও এগিয়ে ইয়ামাহা এফজেড এবং টিভিএস অ্যাপাচে। ক্রমতালিকায় দুই বাইক যথাক্রমে ৫ ও ৬ নম্বর স্থানে রয়েছে। দেশের Top-500 Most Trusted Brand-র তালিকায় Yamaha FZ রয়েছে ৩২৭ নম্বরে। এবং ৩৩৬ নম্বরে TVS Apache।