scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 1/9

বিগত প্রায় এক মাস ধরে দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণে দোসর হাসপাতালে অক্সিজেন আর বেডের আকাল!

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 2/9

দেশে নতুন করে করোনায় আক্রান্ত প্রায় সাড়ে ৩ লক্ষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৬৭ জনের। এই নিয়ে পরপর চারদিন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করল। এই পরিস্থিতিতে গত বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল রেল। চার হাজারেরও বেশি ট্রেনের কোচ করোনা রোগীদের জন্য ‘বাসযোগ্য’ করল রেল!

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 3/9

গত বছরেও করোনাভাইরাসের প্রথম তরঙ্গের ধাক্কায় যখন গোটা দেশ বেসামাল, তখন লক্ষ লক্ষ রোগীর চাপে যখন হাসপাতালে অমিল বেড, তখন রেলের কয়েক হাজার কোচকে করোনা রোগীদের আইসোলেশন সেন্টর হিসেবে ব্যবহার করা হয়েছিল।

Advertisement
Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 4/9

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার মোট ৩৮১৬টি ট্রেনের কোচ করোনা রোগীদের কোয়ারেন্টাইন করার জন্য ঢেলে সাজানো হয়েছে। কোচগুলিকে করোনা রোগীদের ব্যবহারযোগ্য করে তুলেছে রেল।

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 5/9

এই সমস্ত কোভিড কোচ ব্যবহারের জন্য বিভিন্ন রাজ্যকে জানানো হয়েছে রেলের তরফে। ইতিমধ্যেই বেশ কেকটি রাজ্য করোনা রোগীদের জন্য এই কোচগুলি চেয়ে পাঠিয়েছে।

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 6/9

রবিবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির শকুরবস্তিতে এখনও পর্যন্ত এমনই ৫০টি কোভিড কোচ দেওয়া হয়েছে। এই ৫০টি কোভিড কোচে মোট ৮০০টি বেড রয়েছে। এছাড়া দিল্লির আনন্দবিহারেও এমন ২৫টি কোচ দিয়েছে রেল যাতে আরও ৪০০টি বেড রয়েছে।

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 7/9

রেল সূত্রে খবর, মহারাষ্ট্রের নানদরবারে এমন ২১টি কোভিড কোচ দেওয়া হয়েছে যেখানে মোট ৩৭৮টি বেড রয়েছে। এছাড়া ভোপালেও এমন ৪০টি কোভিড কোচ দিয়েছে রেল।

Advertisement
Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 8/9

করোনার জেরে গত বছরের ২৩ মার্চ থেকে প্রায় ৯ মাস যাবৎ বন্ধ ছিল রেল পরিষেবা। এই পরিস্থিতিতে গত বছরের মতো ফের রেল পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এ প্রসঙ্গে ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ট্রেন চলাচল বন্ধ হবে না। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Covid Coaches: পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় ৪০০০ ট্রেনের কোচ করোনা রোগীদের ‘বাসযোগ্য’ করল রেল!
  • 9/9

তবে গতবারের মতো এ বার রেল পরিষেবা বন্ধ না হলেও ট্রেনে চড়ে যাত্রার ক্ষেত্রে যাত্রীদের করোনার স্বাস্থ্যবিধি যথাযথ ভাবে মেনে চলতে হবে। ট্রেনে বা রেল স্টেশনে কোনও যাত্রী মাস্ক না পরলে তাঁকে ৫০০ টাকা জরিমানা গুণতে হবে। মাস্ক নিয়ে এই নির্দেশ আগামী ৬ মাস কার্যকর থাকবে।

Advertisement