এখন পোস্ট অফিসের কাউন্টার থেকেই পাওয়া যাবে ক্রেডিট কার্ড। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তির পর এই পরিষেবা চালু করছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা IPPB। এর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিলও পেমেন্ট করতে পারবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা।
কারা পাবেন এই IPPB ক্রেডিট কার্ড? এই IPPB ক্রেডিট কার্ড পাওয়ার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহক না হলেও চলবে। বাড়িতে বসেই এই কার্ডের আবেদন জানানো যেতে পারে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের ক্রেডিট কার্ড আর বিল পেমেন্টের পরিষেবা দিতে ন্যাশনাল পেমেন্টেস কর্পোরেশন অফ ইন্ডিয়া চুক্তি করেছে ভারত বিল পে লিমিটেডের সঙ্গে।
এর আগে পর্যন্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরাই শুধুমাত্র বাড়িতে বসে বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারতেন। পোস্ট অফিসের কর্মীরা এই কাজে তাঁদের সাহায্য করতেন। এখন যাঁরা IPPB গ্রাহক নন, তাঁরাও এই সুবিধা পাবেন।
IPPB ক্রেডিট কার্ডের মাধ্যমে এখন থেকে ২০ হাজারেরও বেশি সংস্থা ও পরিষেবার ইউটিলিটি বিল মেটানো যাবে। বিদ্যুতের বিল, মোবাইলের রিচার্জ বা ডিটিএইচ পরিষেবার বিল, অনলাইন ফুড বিল অনায়াসেই মেটানো যাবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তার গ্রাহকের থেকে টাকা জমা করতে পারলেও, সরাসরি কোনও ঋণ তারা দিতে পারে না। কিন্তু এবার ঘুরপথে গ্রাহকদের ঋণ দিতে উদ্যোগ নিয়েছে IPPB। একাধিক ব্যাঙ্কের সঙ্গে এই নিয়ে চুক্তিও করেছে IPPB।