scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

IPPB Credit Card: এবার পোস্ট অফিসের কাউন্টারেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB

IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 1/7

এখন পোস্ট অফিসের কাউন্টার থেকেই পাওয়া যাবে ক্রেডিট কার্ড। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তির পর এই পরিষেবা চালু করছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা IPPB। এর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিলও পেমেন্ট করতে পারবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা।

IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 2/7

কারা পাবেন এই IPPB ক্রেডিট কার্ড? এই IPPB ক্রেডিট কার্ড পাওয়ার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহক না হলেও চলবে। বাড়িতে বসেই এই কার্ডের আবেদন জানানো যেতে পারে।

IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 3/7

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের ক্রেডিট কার্ড আর বিল পেমেন্টের পরিষেবা দিতে ন্যাশনাল পেমেন্টেস কর্পোরেশন অফ ইন্ডিয়া চুক্তি করেছে ভারত বিল পে লিমিটেডের সঙ্গে।

Advertisement
IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 4/7

এর আগে পর্যন্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরাই শুধুমাত্র বাড়িতে বসে বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারতেন। পোস্ট অফিসের কর্মীরা এই কাজে তাঁদের সাহায্য করতেন। এখন যাঁরা IPPB গ্রাহক নন, তাঁরাও এই সুবিধা পাবেন।

IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 5/7

IPPB ক্রেডিট কার্ডের মাধ্যমে এখন থেকে ২০ হাজারেরও বেশি সংস্থা ও পরিষেবার ইউটিলিটি বিল মেটানো যাবে। বিদ্যুতের বিল, মোবাইলের রিচার্জ বা ডিটিএইচ পরিষেবার বিল, অনলাইন ফুড বিল অনায়াসেই মেটানো যাবে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে।

IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 6/7

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) তার গ্রাহকের থেকে টাকা জমা করতে পারলেও, সরাসরি কোনও ঋণ তারা দিতে পারে না। কিন্তু এবার ঘুরপথে গ্রাহকদের ঋণ দিতে উদ্যোগ নিয়েছে IPPB। একাধিক ব্যাঙ্কের সঙ্গে এই নিয়ে চুক্তিও করেছে IPPB।

IPPB Credit Card: এবার পোস্ট অফিসেই মিলবে Credit Card, পরিষেবা চালু করল IPPB
  • 7/7

গৃহঋণ, গাড়ির ঋণ ও অন্যান্য খুচরো ঋণও এখন নিতে পারবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (IPPB) গ্রাহক। এর পাশাপাশি গ্রাহকদের দোর গোড়ায় বিমা পরিষেবা পৌঁছে দিতে বিমা সংস্থার সঙ্গেও চুক্তি করেছে IPPB। তারই পরবর্তি ধাপে এবার ক্রেডিট কার্ডের পরিষেবা চালু করছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক।

Advertisement