scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 1/8

আয়কর রিটার্ন (ITR) জমা দেওযার সময়সীমা ফুরাতে চলল। সময়সীমা ফুরাতে আর বেশি সময় বাকি নেই। কারণ, ৩১ ডিসেম্বরের পর ITR ফাইল করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 2/8

এমনিতে যে কোনও আর্থিক বছরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা সাধারণত জুলাই-আগস্ট পর্যন্তই থাকে। কিন্তু আয়কর বিভাগ এ বছর IT Return জমা দেওয়ার জন্য একটি নতুন পোর্টাল চালু করেছে।

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 3/8

কয়েক মাস ধরে এর ত্রুটিগুলি সংশোধন করা যায়নি। এর পরে, সিবিডিটি তার সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়িয়েছিল। এর পরেও, যদি কেউ আয়কর রিটার্ন জমা না করে থাকেন, তবে মোটা টাকা জরিমানা দিয়ে তবেই তিনি IT Return ফাইল করতে পারবেন।

Advertisement
IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 4/8

যাদের আয় ৫ লাখ টাকার কম, তাদের জরিমানা হিসেবে দিতে হবে ১,০০০ টাকা। তবে জরিমানা পর্যন্ত অপেক্ষা না করে মাত্র ৫ মিনিটেই আয়কর রিটার্ন ফাইল করে নিতে পারবেন আপনিও। হাতে আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে আয়কর রিটার্ন (ITR) জমা দেওযার সময়সীমা ফুরাতে। চলুন পদ্ধতি জেনে নেওয়া যাক...

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 5/8

প্রথমে https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর User ID লিখে Continue অপশনে ক্লিক করতে হবে। এবার নির্দেশ মেনে পাসওয়ার্ড তৈরি করে লগইন করুন।

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 6/8

যাঁদের User ID পাসওয়ার্ড তৈরির অংশটি আগেই করা হয়ে গিয়েছে, তাঁরা শুধুমাত্র সঠিক User ID আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে ই-ফাইলে ক্লিক করুন। এবার ‘ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন’ বিকল্পটি বেছে নিয়ে এর পরে মূল্যায়ন বছর ২০২১-২২ বাছুন এবং পরবর্তি নির্দেশ অনুসরণ করুন।

IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 7/8

এবার ITR-1 বা ITR-4 থেকে যে কোনও একটি বিকল্প বেছে নিয়ে পরবর্তি নির্দেশ অনুসরণ করুন। বেতনভোগীদের ক্ষেত্রে ITR-1 বেছে নিতে হবে। এর পর 'ফিলিং টাইপ'-এ গিয়ে 139(1)- রিটার্নের বিকল্পটি বেছে নিন।

Advertisement
IT Return File: এখনও IT Return ফাইল করেননি? কয়েক ঘণ্টা পেরলেই দিতে হবে মোটা টাকা জরিমানা!
  • 8/8

এই ফর্মে প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে ফর্মটি সেভ করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে পূরণ করুন। এবার ই-ভেরিফিকেশন করতে পারেন। এই ভাবে মাত্র ৫ মিনিটেই নিজের আয়কর রিটার্ন ফাইল করা যেতে পারে। 

Advertisement