২০১৯ সালের স্বাধীনতা দিবসে গ্রামের বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের সংযোগের পৌঁছে দিতে Jal Jeevan Mission প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশের ৩২টি রাজ্যে এই প্রকল্পে সবমিলিয়ে মোট ৯ কোটি ১১ লক্ষ ৭৬ হাজার ৭০৬ বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।
দেশের ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্লগুলির মধ্যে গোয়া, পদুচেরি, তেলঙ্গানা, আন্দামান ও নিকোবর, হরিয়ানার গ্রামীণ এলাকার ১০০ শতাংশ বাড়িতেই পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। গ্রামীণ এলাকার বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের সংযোগের সংখ্যার বিচারে অনেকটাই পিছনে রয়েছে পশ্চিমবঙ্গ।
তবে বিগত চার মাসের দৈনিক কাজের নিরিখে দেশের অনেক রাজ্যকেই টেক্কা দিচ্ছে বাংলা। কেন্দ্রের Jal Jeevan Mission প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আর পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বাংলায় এই কাজের গতি অনেকটাই বেড়েছে।
বাংলায় ২০২০ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত গ্রামীণ এলাকার মোট ৩৫ লক্ষ ৫৮ হাজার ৩টি বাড়িতে পরিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ, শতাংশের বিচারে বাংলার গ্রামীণ এলাকার ২০.০৮% বাড়িতেই পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে।
২০২০ সালের জুলাই মাস থেকে পরবর্তী ৫ বছরে বাংলার গ্রামীণ এলাকার ১০০ শতাংশ বাড়িতে পরিশুদ্ধ পানীয় জলের সংযোগের পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে নির্ধারিত লক্ষ্যের দিকে সঠিক গতিতেই এগোচ্ছে রাজ্যের কাজ।
সবচেয়ে বড় সাফল্য হল, দৈনিক পানীয় জলের সংযোগের সংখ্যার বিচারে দেশের সমস্ত রাজ্যকে পিছনে ফেলে শীর্ষস্থানে রয়েছে বাংলা। সর্বশেষ আপডেট অনুযায়ী, একদিনে বাংলার গ্রামীণ এলাকার ৭,৭২৮টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে।