
জিওর রিচার্জ পোর্টফোলিওতে রয়েছে একাধিক ক্যাটেগরির প্ল্যান। সংস্থা আলাদা আলাদা পরিষেবার ভিত্তিতে নানা রিচার্জ অফার করে। তার মধ্যেই রয়েছে এন্টারটেনমেন্ট ক্যাটেগরি, যেখানে প্রায় এক ডজন বিশেষ প্ল্যান পাওয়া যায়। এখান থেকেই বিভিন্ন সাবস্ক্রিপশন পরিষেবার সুবিধা মিলছে।

এই তালিকায় রয়েছে জিও হটস্টার প্ল্যানও। জিওর তিনটি রিচার্জ প্ল্যানে সরাসরি হটস্টার পরিষেবা পাওয়া যায়। কম খরচে হটস্টার সাবস্ক্রিপশন পেতে চাইলে এই প্ল্যানগুলি বেশ আকর্ষণীয়।

এর বাইরে জিওর আরও কয়েকটি রিচার্জে সীমিত সময়ের জন্য অতিরিক্ত অফার হিসেবে হটস্টার অ্যাক্সেস দেওয়া হচ্ছে।

যাঁদের শুধুমাত্র কম দামে জিও হটস্টার অ্যাক্সেস প্রয়োজন, তাঁদের জন্য সংস্থার ১৯৫ টাকার প্ল্যানটি সবচেয়ে লাভজনক। এটি মূলত একটি ডেটা প্যাক। এই রিচার্জে গ্রাহকরা পাচ্ছেন মোট ১৫ জিবি ডেটা, যার মেয়াদ ৯০ দিন। পাশাপাশি এই প্ল্যানেই জিও হটস্টারের ৯০ দিনের সাবস্ক্রিপশন মিলছে।

এখান থেকে মোবাইল এবং টিভি। দু’ধরনের ডিভাইসেই জিও হটস্টার দেখা যাবে। তবে বিজ্ঞাপনও দেখতে হবে, কারণ এটি অ্যাড সাপোর্টেড পরিষেবা।

হটস্টারের সুপার প্ল্যান যেমন হয়, ঠিক তেমনই। হটস্টারের সুপার প্ল্যানের দাম ১৪৯ টাকা থেকে শুরু। আর ৯০ দিনের সুপার প্ল্যানের মূল্য ৩৪৯ টাকা।

অর্থাৎ মাত্র ১৯৫ টাকার রিচার্জে গ্রাহক ৩৪৯ টাকার পরিষেবা পাচ্ছেন। তবে দু’টি প্ল্যানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। হটস্টারের সুপার প্ল্যানে দু’টি স্ক্রিনে একসঙ্গে কনটেন্ট দেখা যায়। কিন্তু জিওর ১৯৫ টাকার ডেটা প্যাকে পাওয়া হটস্টার পরিষেবা এক সময়ে একটি স্ক্রিনেই দেখা যাবে।