Advertisement
ইউটিলিটি

Bike Low Mileage Problem: কেন বেশি তেল খাচ্ছে বাইক, সমাধান কীভাবে? রইল সেরা টিপস

অনেকেই নিয়মিত বাইক চালান
  • 1/9

অনেকেই নিয়মিত বাইক চালান। এই বাহনে চেপেই তারা অফিস থেকে বাজার চষে বেরান। তবে মুশকিল হল, কিছু মানুষের বাইক খুব কম মাইলেজ দেয়। আর তার পিছনে রয়েছে একাধিক কারণ।

অনেকেই হু হু করে বাইক চালান
  • 2/9

অনেকেই হু হু করে বাইক চালান। নিমেষে বাড়িয়ে দেন অ্যাক্সিলেটর। আবার কেউ কেউ খুব ধীরে চালান বাইক। আর এই দুই কারণেই তেল পোড়ে বেশি। সেক্ষেত্রে চেষ্টা করুন ৪০ থেকে ৫৫ কিমি স্পিডের মধ্যে গাড়ি চালানোর।

বাইকের টায়ারে যদি ঠিক ঠাক হাওয়া না থাকে
  • 3/9

বাইকের টায়ারে যদি ঠিক ঠাক হাওয়া না থাকে, তাহলে বেশি পুড়তে পারে তেল। তাই নিয়মিত চাকায় হাওয়া দিন। তাহলেই দেখবেন সমস্যার সহজ সমাধান হবে। মাইলেজ বাড়বে।

Advertisement
বাইকে থাকে এয়ার ফিল্টার
  • 4/9

বাইকে থাকে এয়ার ফিল্টার। আর সেটা খুব নোংরা হয়ে গেলেও বিপদ। সেক্ষেত্রে ইঞ্জিন বেশি তেল ব্যবহার করতে পারে। তাই এই ভুল একবারেই নয়।

ইঞ্জিন অয়েল অনেক দিন না বদলালে কমে যেতে পারে মাইলেজ
  • 5/9

ইঞ্জিন অয়েল অনেক দিন না বদলালে কমে যেতে পারে মাইলেজ। আসলে এমন পরিস্থিতিতে ইঞ্জিনে ঘর্ষণ বাড়ে। যার ফলে কমে যায় মাইলেজ।

ব্রেক টাইট থাকাও সমস্যার কারণ
  • 6/9

ব্রেক টাইট থাকাও সমস্যার কারণ। এর জন্যও অনেক ক্ষেত্রে কমে যেতে পারে মাইলেজ। তাই বাইক বেশি তেল খেলে এই দিকটাও একবার চেক করে নিন।

অনেক গাড়িরই চেন থাকে নোংরা
  • 7/9

অনেক গাড়িরই চেন থাকে নোংরা। আর সেই কারণে ঘর্ষণ হয় বেশি। যার ফলে বাইক বেশি তেল খায়। তাই মাঝেমধ্যেই চেন পরিষ্কার করুন। তাহলেই মাইলেজ বাড়বে।

Advertisement
মাইলেজ কমে যাওয়া স্বাভাবিক
  • 8/9

তেলের মান যদি খারাপ হয়, তাহলে মাইলেজ কমে যাওয়া স্বাভাবিক। তাই এমন জায়গা থেকে তেল ভরান, যেখানে মান বজায় থাকে। তাহলেই দেখবেন বৃদ্ধি পাবে মাইলেজ। বাইক স্মুদলি চলবে।

স্পার্ক প্লাগে যদি কোনও সমস্যা হয়
  • 9/9

বাইকের স্পার্ক প্লাগে যদি কোনও সমস্যা হয়, তাহলে বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে কমে যেতে পারে মাইলেজ। তাই এমন সমস্যা হলে স্পার্ক প্লাগটা একবার দেখে নিন।

Advertisement