Advertisement
ইউটিলিটি

Jio 11 Rs Data Plan Details: ৩০ টাকার কমে জিওর তিন ডেটা প্ল্যান, মিলবে জরুরি ইন্টারনেট সুবিধাও

রিলায়েন্স জিও
  • 1/7

কম বাজেটে গ্রাহকদের কথা ভেবে ৩০ টাকার নীচে তিনটি বিশেষ প্রিপেড ডেটা ভাউচার এনেছে রিলায়েন্স জিও। এই প্ল্যানগুলি মূলত তাদের জন্য, যাঁদের হঠাৎ করে অতিরিক্ত ডেটার প্রয়োজন পড়ে। তবে মনে রাখতে হবে, এগুলি অ্যাড-অন প্ল্যান ব্যবহার করতে হলে ফোনে আগে থেকেই একটি অ্যাক্টিভ রিচার্জ থাকতে হবে।

রিলায়েন্স জিও
  • 2/7

জিওর এই তিনটি সস্তা ডেটা প্ল্যানের দাম যথাক্রমে ১১ টাকা, ১৯ টাকা ও ২৯ টাকা। প্রতিটি প্ল্যানের সুবিধা ও মেয়াদ আলাদা।

রিলায়েন্স জিও
  • 3/7

১১ টাকার ডেটা প্ল্যান
সবচেয়ে সস্তা এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ১ ঘণ্টার জন্য ১০GB ডেটা। সংস্থা একে আনলিমিটেড ডেটা বললেও আসলে হাই-স্পিড ডেটা মিলবে ১০GB পর্যন্ত। নির্দিষ্ট ডেটা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। অল্প সময়ে বেশি ডেটা প্রয়োজন হলে এই প্ল্যানটি কার্যকর।

Advertisement
রিলায়েন্স জিও
  • 4/7

১৯ টাকার ডেটা প্ল্যান
এই প্ল্যানে পাওয়া যাবে ১ দিনের ভ্যালিডিটির সঙ্গে ১GB ডেটা। যাঁদের দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেছে এবং সাময়িকভাবে ইন্টারনেট দরকার, তাঁদের জন্য এটি উপযোগী।

রিলায়েন্স জিও
  • 5/7

২৯ টাকার ডেটা প্ল্যান
তালিকার তৃতীয় প্ল্যানটির দাম ২৯ টাকা। এতে ২ দিনের ভ্যালিডিটির সঙ্গে মোট ২GB ডেটা পাওয়া যায়। স্বল্প সময়ের জন্য অতিরিক্ত ডেটা ব্যবহারের ক্ষেত্রে এটি একটি ভারসাম্যপূর্ণ অপশন।

রিলায়েন্স জিও
  • 6/7

বেস সার্ভিস প্ল্যানের শর্ত
এই ডেটা ভাউচারগুলি ব্যবহার করতে হলে ফোনে অবশ্যই জিওর একটি অ্যাক্টিভ বেস প্ল্যান থাকতে হবে। বর্তমানে জিওর সবচেয়ে সস্তা বেস সার্ভিস প্ল্যানের দাম ১৮৯ টাকা, যার ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পান আনলিমিটেড কলিং, মোট ২GB ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS।

রিলায়েন্স জিও
  • 7/7

কম খরচে হঠাৎ ডেটা ফুরিয়ে গেলে জিওর এই তিনটি প্ল্যান গ্রাহকদের জন্য বেশ সুবিধাজনক হবে। তাই চাইলে ট্রাই করে দেখতে পারেন।

Advertisement