Advertisement
দেশ

Vande Bharat Sleeper: হাওড়া-গুয়াহাটি বন্দে ভারতের উদ্বোধন এই দিন? ভাড়া থেকে স্টেশন, থাকল বিস্তারিত

Vande Bharat Sleeper
  • 1/11

বন্দে ভারত স্লিপার ট্রেনটি জানুয়ারিতে পরিষেবা শুরু করবে। ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে এর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ ১৭ বা ১৮ জানুয়ারি। বন্দে ভারত স্লিপার ট্রেনটি উত্তর-পূর্ব থেকে কলকাতায় মানুষের যাতায়াতকে ব্যাপকভাবে সহজতর করবে।
 

Vande Bharat Sleeper
  • 2/11

রেলমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী ছয় মাসের মধ্যে আরও আটটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রী সুবিধায় বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, যা অন্যান্য ট্রেনের তুলনায় অনেক উন্নত এবং অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন।
 

Vande Bharat Sleeper
  • 3/11

সরকারি তথ্য অনুসারে, গুয়াহাটি থেকে কলকাতা থার্ড এসি ট্রেনের ভাড়া হবে ২,৩০০টাকা, যেখানে সেকেন্ড এসির ভাড়া হবে ৩,০০০ টাকা। প্রথম এসি ভাড়া হবে ৩,৬০০ টাকা।

Advertisement
Vande Bharat Sleeper
  • 4/11

বন্দে ভারত স্লিপার হল একটি সেমি-হাই-স্পিড ট্রেন যার মোট ১৬টি কোচ রয়েছে। এতে ১১টি থার্ড এসি, ৪টি সেকেন্ড এসি এবং ১টি ফার্স্ট এসি কোচ রয়েছে। থার্ড এসি-তে ৬১ ১টি বার্থ, ১৮৮টি সেকেন্ড এসি এবং ২৪টি ফার্স্ট এসি বার্থ রয়েছে। ট্রেনটি মোট ৮২৩ জন যাত্রী বহন করতে পারে। এর গতি প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত।
 

Vande Bharat Sleeper
  • 5/11

রেলের তরফে পাওয়া শেষ খবর অনুযায়ী হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে অসমের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটান জেলাকে ছোঁবে। কম খরচে উন্নততর পরিষেবা দিতেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর ভাবনা বলেই দাবি কর্তৃপক্ষের।
 

Vande Bharat Sleeper
  • 6/11

সব ঠিকঠাক থাকলে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চলতি মাসের ১৮ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করবেন। মোদী ১৭ জানুয়ারি মালদায় জনসভা করবেন। এরপর হাওড়ায় বন্দে ভারত উদ্বোধন করে একটি রাজনৈতিক সভা করবেন।
 

Vande Bharat Sleeper
  • 7/11

হাওড়া থেকে কামাখ্যা রুটে ট্রেন থামবে-ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন।

Advertisement
Vande Bharat Sleeper
  • 8/11

 খাবার খরচ-সহ থার্ড এসির ভাড়া ২,৩০০ টাকা, সেকেন্ড এসি-র জন্য ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি-তে যাতায়াত করতে ৩,৬০০ টাকা। হাওড়া থেকে কামাখ্যা ট্রেনে ৯৬৬ কিলোমিটার পথ সফর করবেন যাত্রীরা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনটিতে রয়েছে ১৬টি কোচ। এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।
 

Vande Bharat Sleeper
  • 9/11

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, এই বছরের শেষের মধ্যে প্রায় ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হয়ে যাবে এবং রেল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হবে। এরপর, আগামী বছর দ্রুত এর সম্প্রসারণ করা হবে। 

Vande Bharat Sleeper
  • 10/11

ভারতীয় রেল কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর তত্ত্বাবধানে দেশে ডিজাইন ও তৈরি করা বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাই-স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে।

Vande Bharat Sleeper
  • 11/11

কোটা-নাগদা সেকশনে এই ট্রায়াল চালানো হয়, যেখানে ট্রেনটি সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘণ্টা গতি অর্জন করে, যা ভারতের উন্নত ও আত্মনির্ভর রেল প্রযুক্তির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Advertisement