Advertisement
ইউটিলিটি

Jiodrive: যে কোনও জায়গাকে বানিয়ে ফেলুন হোম থিয়েটার, খরচ মাত্র ১৪০০ টাকা

jio headset
  • 1/8

এই হেডসেটের মাধ্যমে ব্যবহারকারীরা ক্রিকেট ম্যাচ কিংবা অন্য যেকোনও ভিডিও কনটেন্ট ৩৬০ ডিগ্রি ভিউতে দেখতে পারবেন। যেন নিজে মাঠের ভেতরেই রয়েছেন। এই অনুভূতি দেওয়াই এর মূল উদ্দেশ্য।

 

jio headset
  • 2/8

জিও জানিয়েছে, জিওডাইভ ব্যবহার করলে ব্যবহারকারীরা সর্বাধিক ১০০ ইঞ্চি পর্যন্ত ভার্চুয়াল স্ক্রিন অভিজ্ঞতা পাবেন। অর্থাৎ, মোবাইলের ছোট পর্দা বদলে যাবে বিশাল ভার্চুয়াল পর্দায়।

 

jio headset
  • 3/8

ডিভাইসটির সঙ্গে তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছে সংস্থা। এটি ৪.৭, ৫.৭ এবং ৬.৭ ইঞ্চি স্ক্রিন সাইজের স্মার্টফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ফোনে অ্যান্ড্রয়েড ৯ বা তার চেয়ে আপডেটেড ভার্সন থাকতে হবে। আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে IOS১৫ বা তার নতুন ভার্সন প্রয়োজন।

 

Advertisement
jio headset
  • 4/8

ব্যবহারকারীর চোখ ও মুখের আরামের কথা ভেবেই তৈরি হয়েছে জিওডাইভ। ডিভাইসটিতে রয়েছে ফোকাস অ্যাডজাস্টমেন্ট কন্ট্রোল, যাতে নিজের পছন্দমতো দৃশ্যের ফোকাস বদলানো যায়। পাশাপাশি, এতে রয়েছে ৯০ ডিগ্রি ফিল্ড অব ভিউ, যা ৩৬০ ডিগ্রির অভিজ্ঞতাকে আরও বাস্তব করে তোলে।

 

jio headset
  • 5/8

হেডসেটের ডান দিকের নিচে একটি বোতাম রয়েছে, যার সাহায্যে সহজেই নেভিগেশন ও ইন্টারঅ্যাকশন করা যায়। তাছাড়া, এতে রয়েছে তিন দিন থেকে অ্যাডজাস্ট করা যায় এমন স্ট্র্যাপ, ফলে ব্যবহার আরও আরামদায়ক হয়।

 

jio headset
  • 6/8

জিওডাইভ ব্যবহার করতে হলে স্মার্টফোনে Jiommerse app ইনস্টল করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর, উভয় জায়গাতেই পাওয়া যায়। তবে এর জন্য ফোনকে জিও নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে।

 

jio headset
  • 7/8

অ্যাপে লগইন করার পর ‘JioDive’ সিলেক্ট করে ‘Watch on JioDive’ অপশন বেছে নিতে হবে। তারপর ফোনটি হেডসেটে বসিয়ে নিলেই শুরু হয়ে যাবে ভার্চুয়াল রিয়্যালিটির দুনিয়া।

 

Advertisement
jio headset
  • 8/8

জিওর দাবি, এই ডিভাইসটি ভারতে ১৫০০ টাকার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী VR হেডসেট, যা সাধারণ ব্যবহারকারীর কাছেও ভিআর প্রযুক্তিকে জনপ্রিয় করে তুলতে সাহায্য করবে।

Advertisement