Advertisement
ইউটিলিটি

Laptop Hanging: বারবার হ্যাং করে ল্যাপটপ, কম্পিউটার? এই টেকনিকে চলবে মাখনের মতো

ল্যাপটপ, কম্পিউটার হ্যাং করার সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল
  • 1/9

ল্যাপটপ, কম্পিউটার হ্যাং করার সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল। তাঁরা এতে কোনও কাজই ঠিকঠাক করতে পারেন না। কিছু করতে গেলেই স্ক্রিন ফ্রিজ করে যায়।

এমন পরিস্থিতিতে মাথা গরম হওয়া স্বাভাবিক
  • 2/9

এমন পরিস্থিতিতে মাথা গরম হওয়া স্বাভাবিক। তবে সেটা না করে চেষ্টা করুন শান্ত থাকার। কারণ, কয়েকটি সহজ উপায়েই যে ল্যাপটপ বা কম্পিউটার হ্যাং হওয়ার সমস্যা থেকে পেতে পারেন মুক্তি।

টাস্ক ম্যানেজার খুলে ফেলতে হবে
  • 3/9

এমন পরিস্থিতিতে প্রথমে টাস্ক ম্যানেজার খুলে ফেলতে হবে। এক্ষেত্রে Ctrl+Alt+Delete বা Ctrl+Shift+Esc প্রেস করুন। তাতে টাস্ক ম্যানেজার খুলে যাবে।

Advertisement
অপ্রয়োজনীয় ব্র্যাকগ্রাউন্ড অ্যাপগুলিকে স্টপ করে দিন
  • 4/9

এরপর সেখানে অপ্রয়োজনীয় ব্র্যাকগ্রাউন্ড অ্যাপগুলিকে স্টপ করে দিন। তাতেই দেখবেন ল্যাপটপ বা কম্পিউটার ভাল চলবে।

অনেক ক্ষেত্রে অজান্তেই ল্যাপটপে একাধিক অ্যাপ ব্র্যাকগ্রাউন্ডে চলে
  • 5/9

অনেক ক্ষেত্রে অজান্তেই ল্যাপটপে একাধিক অ্যাপ ব্র্যাকগ্রাউন্ডে চলে। যদিও সেই সমস্যারও সহজ সমাধান করা যেতে পারে ফোর্স রিস্টার্টের মাধ্যমে।

পাওয়ার বাটনটা ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য প্রেস করে রাখুন
  • 6/9

এক্ষেত্রে পাওয়ার বাটনটা ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য প্রেস করে রাখুন। তাহলেই দেখবেন ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। এরপর আবার গ্যাজেটটি অন করে নিন। দেখবেন দারুণভাবে চলবে অ্যাপটি।

অ্যাপটি আপডেট করে নিন
  • 7/9

আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন, সেটা আপডেট না করলেও ক্র্যাশ করতে পারে। তাই অ্যাপটি আপডেট করে নিন।

Advertisement
উইন্ডোজ আপডেটও করতে হবে নিয়মিত
  • 8/9

উইন্ডোজ আপডেটও করতে হবে নিয়মিত। তাহলেই সিকিউরিটির সমস্যা হবে না। পাশাপাশি ল্যাপটপ ঠিক ঠাক চলবে।

অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারের ব়্যাম বা হার্ড ডিস্ক ঠিকমতো কাজ করে না
  • 9/9

পরিশেষে বলি, অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারের ব়্যাম বা হার্ড ডিস্ক ঠিকমতো কাজ করে না। ফলে গ্যাজেটটি হ্যাং করে। তাই এমন পরিস্থিতিতে সেগুলি বদলে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Advertisement