scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 1/8

ধনতেরাস উপলক্ষে সোনা-রুপোর গয়নার দেদার কেনাকাটা চলছে দেশজুড়ে। দেশের একাধিক নামী স্বর্ণ বিপনী সংস্থা গয়নার মজুরি ও দামে বিশেষ ছাড় দিচ্ছে এই উৎসবের মরসুমে। 

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 2/8

কিন্তু সোনার গয়না কেনার আগে কোন ধরনের গয়না কেনা উচিত আর কোনটা না কেনাই ভাল, সেটা আগে জানা দরকার। হলমার্ক না কেডিএম— সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন? জেনে নিন...

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 3/8

হলমার্ক গোল্ড (Hallmark Gold) কী? সোনার গুণগত মান যাচাই করার পর্যায়কে বলা হয় হলমার্কিং। বিশুদ্ধ সোনার স্বীকৃতির জন্য যে সরকারি অনুমোদনের প্রয়োজন হয়, সেটাই হলমার্কিং। কেন্দ্রের সংস্থা ব্যুরো অব ইন্ডিয়ান স্যান্ডার্স বা BIS গয়নার হলমার্কিং-এর দায়িত্বে রয়েছে।

Advertisement
KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 4/8

তাই হলমার্কিং সোনার গুণগত মান সম্পর্কে গ্রাহককে নিশ্চিত করে। যদি কেউ ১৮ ক্যারেটের কোনও সোনার গয়না কেনেন, এর প্রকৃত অর্থ ২৪ ভাগের মধ্যে ১৮ ভাগ সোনা এবং বাকিটা খাদ। BIS আইনে সোনার পাশাপাশি রুপোর গয়নাতেও হলমার্কিং হয়।

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 5/8

এবার জেনে নিন কেডিএম গোল্ড (KDM Gold) কী? ক্যাডমিয়াম (Cadmium) ধাতু, যা খাঁটি সোনাকে গয়নার উপযোগী করতে খাদ হিসেবে ব্যবহার করা হয়। এই ক্যাডমিয়াম ধাতু মেশানো সোনার গয়নাকে কেডিএম গোল্ড (KDM Gold) বলে।

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 6/8

কেডিএম গোল্ড (KDM Gold)-এ সোনা এবং ক্যাডমিয়াম ধাতুর অনুপাত ৯২:৮ হওয়ার কথা। অর্থাৎ, কেডিএম-এর গয়নায় ৯২ শতাংশ খাঁটি সোনা আর ৮ শতাংশ ক্যাডমিয়াম ধাতু থাকার কথা। ক্যাডমিয়াম ধাতু স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সোনার গয়না তৈরির ক্ষেত্রে ক্যাডমিয়াম মেশানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্যান্ডার্স বা BIS।

KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 7/8

তাই এই ধনতেরাসে সোনার গয়না কেনার ক্ষেত্রে BIS অনুমোদিত ৯১৬-এর ৯১.৬% বিশুদ্ধ সোনার গয়না কিনুন। কারণ, 916 Gold-কেই অনুমোদন দিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্যান্ডার্স বা BIS।

Advertisement
KDM or Hallmark Gold: হলমার্ক না কেডিএম! সোনার গয়নার ক্ষেত্রে কোনটা খাঁটি, কোনটা কিনবেন?
  • 8/8

কী ভাবে জানবেন আপনার কেনা সোনার গয়নাটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্যান্ডার্স বা BIS অনুমোদিত কিনা? এর জন্য BIS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সেখান থেকে অনুমোদিত স্বর্ণ বিপনী সংস্থা বা স্বর্ণকারদের তালিকা দেখে নেওয়া যাবে।

Advertisement