scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 1/9

দেশজুড়ে বাড়ন্ত করোনা সংক্রমণে Pulse Oximeter এখন সকলের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এখন প্রায় প্রতিটি ঘরে ঘরেই রয়েছে এই যন্ত্রটি। কিন্তু এই যন্ত্রটি সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে শরীরে অক্সিজেনের মাত্রার সঠিক পরিমাপ করা সম্ভব হবে না।

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 2/9

Pulse Oximeter সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে শরীরে অক্সিজেনের মাত্রা ভুল দেখাবে যন্ত্রে। ফলে হয় অকারণে আতঙ্ক বাড়বে নয় তো সঠিক সময়ে রোগীর চিকিৎসা শুরু করা সম্ভব হবে না। কী ভাবে কাজ করে এই ছোট্ট যন্ত্রটি? কী ভাবে জানা যাবে শরীরে অক্সিজেনের মাত্রার সঠিক পরিমাপ? চলুন জেনে নেওয়া যাক...

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 3/9

ক্লিপের মতো দেখতে Pulse Oximeter-এ আঙুলে চেপে রাখলে কিছু ক্ষণের মধ্যে দু’টো সংখ্যা দেখা যাবে। এর মধ্যে একটি হল SpO2— যার অর্থ শরীরের অক্সিজেন সম্পৃক্ততা। দ্বিতীয়টি হল Pulse rate। একজন মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক অবস্থায় থাকে ৯৫ থেকে ১০০-র মধ্যে।

Advertisement
RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 4/9

যদি দেখেন Pulse Oximeter-এ দেখানো ফল অনুযায়ী, শরীরে অক্সিজেনের মাত্রা তারও কম, তা হলে! আপনার শারীরিক অবস্থা কি সত্যিই আশঙ্কাজনক? নাকি রিডিংটা ভুল নেওয়া হয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 5/9

৩০ সেকেন্ড পর ফের Pulse Oximeter ব্যবহার করুন। যদি দেখেন দ্বিতীয়বারও আপনার অক্সিজেন সম্পৃক্ততা (SpO2) কম আসছে, তাহলে যন্ত্রটি নিজের আঙুল থেকে খুলে অন্য এক জনের উপর প্রয়োগ করুন। যদি অন্য জনের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক দেখায় তা হলে বুঝতে হবে, যন্ত্রটি ঠিক আছে। সমস্যা রয়েছে আপনার শরীরেই।

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 6/9

যে আঙুলে যন্ত্রটি ব্যবহার করবেন, তাতে কোনও নেল পলিশ, মেহেন্দি বা ট্যাটু থাকা চলবে না। অনেক সময় এগুলির কারণেও শরীরে অক্সিজেন সম্পৃক্ততার (SpO2) মাপ ভুল দেখায়। জ্বরের কারণে শরীরে কাঁপুনি হচ্ছে, এমন অবস্থাতেও অনেক সময় যন্ত্র ঠিক মতো কাজ করে না করে।

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 7/9

চলা-ফেরা করতে করতে Pulse Oximeter-এ SpO2 রিডিং নেবেন না। যদি দেখেন আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কম, তা হলে একবার হেঁটে নিন। হাঁটার পর দেখতে হবে শরীরে অক্সিজেনের মাত্রা কমছে, না বাড়ছে। যদি দেখেন শরীরে অক্সিজেনের মাত্রা কমছে, তা হলে বুঝতে হবে, যন্ত্রটি কাজ করছে না।

Advertisement
RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 8/9

ঘুমন্ত ব্যক্তির শরীরে অক্সিজেনের মাত্রা মাপতে Pulse Oximeter-এ SpO2 রিডিং নেবেন না। কারণ, ঘুমনোর সময় শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ভাবেই কমে যায়। তাছাড়া, হাঁপানির রোগী বা ধূমপায়ীদের শরীরে অক্সিজেনের মাত্রা এমনিতেই বাকিদের তুলনায় কম থাকে।

RIGHT way to use Pulse Oximeter: জানেন কখন কাজ করে না Pulse Oximetry? জানুন ব্যবহারের সঠিক পদ্ধতি
  • 9/9

মনে রাখতে হবে অক্সিজেন সম্পৃক্ততা ৯৪র নীচে নেমে গেলে চিন্তার বিষয়। এর মানে হয়ত আপনার নিউমোনিয়া হয়েছে এবং সংক্রমণ ফুসফুসে পৌঁছে গিয়েছে। সে ক্ষেত্রে পেটের উপর ভর দিয়ে শুতে পারেন। Pulse Oximeter ফের মেপে দেখুন। হয়ত অক্সিজেনের মাত্রা বাড়তেও পারে। তবে Pulse Oximeter-এ একাধিক অক্সিজেন সম্পৃক্ততা (SpO2) মেপে দেখার পরও যদি ফলাফলে অস্বাভাবিকতা ধরা পড়ে, সে ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং তার পরামর্শ মেনে চলুন।

Advertisement