বর্তমানে আধার (Aadhaar) অত্যন্ত জরুরি একটি নথি। আমাদের যাবতীয় ব্যক্তিগত, গুরুত্বপূর্ণ তথ্য এই আধারের সঙ্গে যুক্ত রয়েছে। তাই ব্যাঙ্কের KYC বা যে কোনও সরকারি সুবিধা পেতে আধারের প্রয়োজন পড়ে।
বর্তমানে UIDAI, এই জরুরি নথির ব্যক্তিগত, গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আরও সুরক্ষিত করতে ‘Masked Aadhaar Card’ নামে একটি বিশেষ বিকল্প এনেছে। এই Masked Aadhaar Card-এ ১২ সংখ্যার আধার নম্বরের শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা (উদাহরণ: xxxx-xxxx-০১০২) দেখা যায়। ফলে অসম্পূর্ণ নম্বরে আধারের তথ্যও সুরক্ষিত থাকে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে Masked Aadhaar Card ডাউনলোড করা যায়...
প্রথমে Masked Aadhaar Card ডাউনলোডের জন্য UIDAI-এর ওয়েবসাইট https://eaadhaar.uidai.gov.in যেতে হবে। ওয়েবসাইট এনরোলমেন্ট নম্বর অথবা ভার্চুয়াল আইডি অথবা ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। এর মধ্যে যে কোনও একটিকে নির্ধারিত অংশে এন্টার করুন।
এ বার আপনি কি ধরণের e-Aadhaar ডাউনলোড করতে চান, তা জানাতে হবে। যদি আপনি Masked Aadhaar কার্ড ডাউনলোড করতে চান তাহলে, স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করলে ‘I want a masked aadhaa’ বিকল্পটি পাবেন। এটি বেছে নিয়ে ক্লিক করুন।
এ বার একটি CAPTCHA code এন্টার করতে হবে আর আপনি যে নিজের জন্যই ডকুমেন্টটি ডাউনলোড করছেন তা প্রমান করতে। এর জন্য OTP ভেরিফিকেশনের অনুরোধ করতে হবে।
এ বার আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে একটি OTP আসবে। সেটিকে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে এন্টার করে OTP ভেরিফাই করে নিন।
এ বার ওয়েবসাইটের ওই পেজের নিচের দিকে একটি সার্ভে ফর্ম আসবে। ওই ফর্ম পূরণ করে ‘Verify And Download’ অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার Masked Aadhaar Card।