scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 1/8

কলকাতায় ইলেকট্রিক বাসে চড়েছেন? না চড়ে থাকলে, এ বার অবশ্যই ইলেকট্রিক বাসে চড়ুন। আর চড়ে থাকলে একটু গর্ব অনুভব করতেই পারেন! কারণ, পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক বাসের সম্ভারে দেশের মধ্যে শীর্ষে আর বিশ্বে তৃতীয় স্থান লাভ করেছে কলকাতা।

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 2/8

বিশ্বের অন্যতম শহরগুলিতে বর্তমানে কী ভাবে পরিবেশ বান্ধব ইলেকট্রিক পরিবহণ ব্যহস্থার উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে, সে বিষয়ে একটি সমীক্ষা চালায় বিকল্প শক্তি নিয়ে বিশ্বব্যাপী সমীক্ষা চালানো আন্তর্জাতিক সংস্থা EV City Casebook।

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 3/8

সদ্য প্রকাশিত EV City Casebook-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, গণপরিবহণে বাড়তে থাকা ইলেকট্রিক বাস পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে কলকাতা।

Advertisement
Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 4/8

এ শহর বাদে এই তালিকায় ভারতের শুধুমাত্র গুজরাতের আহমেদাবাদের নাম রয়েছে এই তালিকায়। তবে সেটা ইলেকট্রিক বাসের বিভাগে নয়, ই-ট্যাক্সির বিভাগে।

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 5/8

EV City Casebook-এর এই সমীক্ষা অনুযায়ী, গণপরিবহণে ইলেকট্রিক বাসের ক্ষেত্রে বিশ্বের এক নম্বরে রয়েছে চিনের শেনজেন শহরের নাম। বলে রাখা ভাল, বিশ্বের মোট ইলেকট্রিক বাসের ৯৯ শতাংশই চলে চিনে।

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 6/8

২০১৯ সাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার পথে গড়ায় সম্পূর্ণরূপে ভারতে উৎপাদিত ইলেকট্রিক বাসের চাকা। ওয়েস্ট বেঙ্গল ট্র্যান্সপোর্ট অথরিটি শহরের রাস্তায় দূষণমুক্ত গণপরিবহণ হিসাবে ইলেকট্রিক বাস চালু করে।

Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 7/8

EV City Casebook-এর এই সমীক্ষায় গণপরিবহণে ইলেকট্রিক বাসের ব্যবহারের বিচারে চিনের শেনজেন, লন্ডন, চিলির স্যান্টিয়াগো, কানাডার ভ্যানকুভারের মতো একাধিক পেল্লাই আধুনিক শহরের সঙ্গে জোর টক্কর হয়েছে তিলোত্তমার।

Advertisement
Electric Bus পরিষেবায় লন্ডনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় কলকাতা!
  • 8/8

বর্তমানে কলকাতার পথে প্রায় ১০০টি ইলেকট্রিক বাস চালায় WBTC। আগামী ২০৩০-এর মধ্যে শহরের পথে অন্তত ৫,০০০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে বর্তমান রাজ্য সরকারের। এই সমীক্ষার রিপোর্ট ওই উদ্যোগকেই স্বীকৃতি দিল।

Advertisement