scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kolkata E Pass: লকডাউনে জরুরি পরিষেবায় পথে নামলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 1/9

দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেই ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এ রাজ্যেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 2/9

দিনের বেলা নানা বিধি-নিষেধের পাশাপাশি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। করোনা বিধি না মানলে মহামারী আইন অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে নবান্ন।

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 3/9

তবে এই পরিস্থিতিতেও যাঁদের আপৎকালীন পরিষেবা বা অনলাইন ডেলিভারির কাজে বাইরে বেরতে হচ্ছে, তাঁদের জন্য বিশেষ E Pass পরিষেবা চালু করেছে কলকাতা পুলিশ।

Advertisement
Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 4/9

যাঁরা এই ধরনের আপৎকালীন পরিষেবা বা অনলাইন ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত, তাঁদের E Pass-এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনকারীর ই-মেলে পাঠানো হবে এই E Pass, যেটি নিজের গাড়ির স্ক্রিনে ব্যবহার করা যাবে।

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 5/9

শনিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে, যেখানে কী ভাবে অনলাইনে E Pass-এর জন্য আবেদন জানাতে হবে তা ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে একটি ভিডিওর মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে অনলাইনে E Pass-এর জন্য আবেদন জানাতে হবে...

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 6/9

অনলাইনে E Pass-এর জন্য আবেদনের জন্য প্রথমে https://coronapass.kolkatapolice.org/ এই লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজ খুলবে সেখানে 'I Agree' লেখা বক্সে ক্লিক করুন।

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 7/9

এবার পরবর্তী পেজে ব্যক্তিগত প্রয়োজনে 'Individual' বা কোনও সংস্থার হয়ে কাজের ক্ষেত্রে 'Organisation' চেকবক্স থাকবে। এর মধ্যে থেকে নির্দিষ্ট চেকবক্সে ক্লিক করতে হবে।

Advertisement
Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 8/9

এ বার সংশ্লিষ্ট পেজে নিজের নাম, কোথায় কেন যেতে চান, গাড়ির যাবতীয় তথ্য জানাতে হবে। একইসঙ্গে কনটেইনমেন্ট জোন প্রবেশ না করার জন্য এই পেজে যে চেকবক্স রয়েছে, সেখানেও টিক চিহ্ন দিতে হবে।

Kolkata E Pass: লকডাউনে বাইরে বেরলেই লাগবে E Pass! জানুন আবেদনের পদ্ধতি
  • 9/9

নিজের পরিচয়পত্র-সহ যাবতীয় নথি-পত্র পোর্টালে আপলোজ করার পর আবেদনকারীর ই-মেলে পাঠানো হবে তাঁর E Pass, যেটি তিনি নিজের গাড়ির স্ক্রিনে ব্যবহার করতে পারবেন। যে নির্দিষ্ট সময়ের জন্য ওই E Pass বরাদ্দ করা হয়েছে, শুধুমাত্র সেই সময়ই বাইরে থাকার জন্য ছাড়পত্র মিলবে।

Advertisement