দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেই ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এ রাজ্যেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত্রের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
দিনের বেলা নানা বিধি-নিষেধের পাশাপাশি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। করোনা বিধি না মানলে মহামারী আইন অনুযায়ী কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে নবান্ন।
তবে এই পরিস্থিতিতেও যাঁদের আপৎকালীন পরিষেবা বা অনলাইন ডেলিভারির কাজে বাইরে বেরতে হচ্ছে, তাঁদের জন্য বিশেষ E Pass পরিষেবা চালু করেছে কলকাতা পুলিশ।
যাঁরা এই ধরনের আপৎকালীন পরিষেবা বা অনলাইন ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত, তাঁদের E Pass-এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনকারীর ই-মেলে পাঠানো হবে এই E Pass, যেটি নিজের গাড়ির স্ক্রিনে ব্যবহার করা যাবে।
শনিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে, যেখানে কী ভাবে অনলাইনে E Pass-এর জন্য আবেদন জানাতে হবে তা ধাপে ধাপে দেখিয়ে দেওয়া হয়েছে একটি ভিডিওর মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে অনলাইনে E Pass-এর জন্য আবেদন জানাতে হবে...
অনলাইনে E Pass-এর জন্য আবেদনের জন্য প্রথমে https://coronapass.kolkatapolice.org/ এই লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজ খুলবে সেখানে 'I Agree' লেখা বক্সে ক্লিক করুন।
An E-pass facility for movement of Essential Service Providers & Online Delivery Services has been launched today by Kolkata Police.
— Kolkata Police (@KolkataPolice) May 15, 2021
Please fill up the form with your details . An E-Pass will be sent to your email. It can be pasted on your vehicle during travel. pic.twitter.com/pf6MMyrvUx
এবার পরবর্তী পেজে ব্যক্তিগত প্রয়োজনে 'Individual' বা কোনও সংস্থার হয়ে কাজের ক্ষেত্রে 'Organisation' চেকবক্স থাকবে। এর মধ্যে থেকে নির্দিষ্ট চেকবক্সে ক্লিক করতে হবে।
এ বার সংশ্লিষ্ট পেজে নিজের নাম, কোথায় কেন যেতে চান, গাড়ির যাবতীয় তথ্য জানাতে হবে। একইসঙ্গে কনটেইনমেন্ট জোন প্রবেশ না করার জন্য এই পেজে যে চেকবক্স রয়েছে, সেখানেও টিক চিহ্ন দিতে হবে।