scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 1/8

সোমবার সকাল থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালানো শুরু করল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)! এমনিতে কবি সুভাষ এবং দমদমের মধ্যে সারাদিনে ২৪৪টি ট্রেন চলে। তবে কোভিড বিধি-নিষেধের এই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 2/8

রবিবার পর্যন্ত সারাদিনে আপ-ডাউন মিলিয়ে মোট ৬২টি (৩১ জোড়া) ট্রেন চালিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)! সেই সংখ্যা বাড়িয়ে আজ সকাল থেকে ৯০টি বিশেষ ট্রেন চালানো শুরু করল কলকাতা মেট্রো রেল।

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 3/8

কাদের জন্য চালানো হচ্ছে এই ৯০টি বিশেষ ট্রেন? মূলত, মেট্রো রেলের (Kolkata Metro Rail) কর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ট্রেন চালানো হচ্ছে। করোনার বিধি-নিষেধের জন্য জনসাধারণের জন্য এখনও বন্ধ মেট্রো রেলের পরিষেবা।

Advertisement
Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 4/8

বাড়তি ট্রেন চালু হওয়ার পরই কলকাতা মেট্রো রেলের সময়সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। গত শনিবারই বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 5/8

গত শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে সাড়ে ৮টায় আর রাতে সাড়ে ১১টায় কবি সুভাষ  এবং দক্ষিণেশ্বর থেকে ট্রেন যেমন ছাড়়ে, তেমনই ছাড়বে।

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 6/8

প্রথম দফায় সকাল সাড়ে ৮টা থেকে দিনের ব্যস্ত সময়ে ৮ মিনিট পর পর মিলবে ট্রেন, আগে যা ১১-১২ মিনিট অন্তর মিলত।

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 7/8

দ্বিতীয় দফায় বিকেল ৩টে ৪৫ মিনিট থেকে ফের দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মেট্রো চলাচল শুরু হবে।

Advertisement
Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!
  • 8/8

দ্বিতীয় দফার পরিষেবায় দিনের শেষ মেট্রো সন্ধে সাড়ে ৬টার পরিবর্তে ৭টায় ছাড়বে। রবিবার পুরনো নিয়মেই বন্ধ থাকবে মেট্রো রেলের পরিষেবা।

Advertisement