scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 1/10

মে মাসে মোট ১৬ বার বেড়েছিল তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম। জুন মাসের ৩০ দিনের মধ্যে ১৬ দিনই বেড়েছে তেলের দাম। শেষ ৬০ দিনে ৩৫ বার বাড়ল তেলের দাম।

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 2/10

ভোপাল, জয়পুর, মোহালি, পটনা, মুম্বই, চেন্নাই-সহ দেশের একাধিক শহরে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। দিল্লি, কলকাতায় পেট্রোলের দামে সেঞ্চুরি এখন শুধু সময়ের অপেক্ষা। আজ নিয়ে পর পর দু’দিন বেড়েছে তেলের দাম।

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 3/10

সোমবার দাম বৃদ্ধির পর নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! বিগত দু’মাসে প্রতি লিটারে প্রায় সাড়ে ৮ টাকা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম! আজ নিয়ে পর পর দু’দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।

Advertisement
TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 4/10

এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, অজানা নেই যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 5/10

সোমবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৯ টাকা ৮৪ পয়সা৷ এর মধ্যে কেন্দ্র-রাজ্যের করের পরিমাণ ৫৬ টাকা ১৬ পয়সা৷ কেন্দ্রের কর ৩২ টাকা ৯০ পয়সা, রাজ্যের কর ১৯ টাকা আর ডিলারের কমিশন ৩ টাকা ৪৬ পয়সা৷

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 6/10

বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২ টাকা ৯০ পয়সা ও ডিজেলে ৩১ টাকা ৮০ পয়সা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে। তেলের উপর ধার্য কর এবং সেস-এর মধ্যে রাজ্য সরকার প্রতি লিটার পেট্রোলে পাচ্ছে ১৮ টাকা ৪৬ পয়সা আর ডিজেলে লিটার পিছু পাচ্ছে ১২ টাকা ৫৭ পয়সা।

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 7/10

মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২ টাকা ৯০ পয়সা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।

Advertisement
TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 8/10

তেলের উৎপাদন শুল্কের উপর ডিলার কমিশন জুড়ে যে দাম দাঁড়ায় তার ওপর রাজ্য সরকারের ভ্যাট ও সেস জুড়ে রাজ্য ভিত্তিক দাম স্থির হয়। এই বিপুল পরিমাণ উৎপাদন শুল্কের সঙ্গে কেন্দ্র ও রাজ্যের কর যুক্ত হওয়ার তেলের দাম এখন আকাশছোঁয়া। 

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 9/10

কেন্দ্র ও রাজ্যের করের বোঝা কিছুটা মুকুব হলে তেলের দাম হয়তো অনেকটাই কমানো যেত। যদিও কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই Petrol, Diesel-এর উৎপাদন শুল্ক হ্রাসের সম্ভাবনা খারিজ করে দিয়েছে।

TAX on Fuel: প্রতি লিটার পেট্রোল-ডিজেলে মোট কত টাকা TAX দিচ্ছেন জানেন?
  • 10/10

তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, পেট্রোল GST-র আওতায় এলে এর দাম প্রতি লিটারে ৭৫ টাকায় নেমে আসবে। পাশাপাশি GST-র আওতায় এলে ডিজেলের দামও কমে ৬৮ টাকা প্রতি লিটার হয়ে যাবে৷ অর্থাৎ, এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত সস্তা হতে পারে তেলের দাম।

Advertisement