scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kolkata Metro Service : পুজোর শপিংয়ে গিয়ে চিন্তা নেই, গোটা মাস শনি-রবিতে বাড়তি মেট্রো

কলকাতা মেট্রোরেল
  • 1/6

পুজোর আগে সাধারণ মানুষের জন্য সুখবর। আসন্ন দুর্গাপুজো (Durga Puja 2022) উপলক্ষে খুব স্বাভাবিকভাবেই শহর কলকাতায় বাড়বে শপিং। তাই থাকবে ক্রেতাদের চাপ। 

কলকাতা মেট্রোরেল
  • 2/6

এবার তাই ক্রেতাদের কথা মাথায় রেখেই শনি ও রবিবারগুলিতে বাড়তি পরিষেবা দেওয়া সিদ্ধান্ত নিল মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোরেল
  • 3/6

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার চলবে অতিরিক্ত মেট্রো (Kolkata Metro Rail)।

Advertisement
কলকাতা মেট্রোরেল
  • 4/6

এক্ষেত্রে শনিবারগুলিতে ২৩৪টির পরিবর্তে চলবে ২৮২টি মেট্রো এবং রবিবারগুলিতে চলবে ১৩০টির পরিবর্তে ১৬৪টি মেট্রো। 

 

আরও পড়ুনবহু পদে নিয়োগ করছে SBI, দিতে হবে না পরীক্ষাও

কলকাতা মেট্রোরেল
  • 5/6

যদিও এই বাড়তি মেট্রো পরিষেবা শুধুমাত্র উত্তর-দক্ষিণ করিডরের জন্যই। 

কলকাতা মেট্রোরেল
  • 6/6

পাশাপাশি প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিও অপরিবর্তি থাকবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। 

Advertisement