scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kolkata Metro Special Service On Diwali 2022 : কালীপুজোয় বিশেষ পরিষেবা মেট্রোর, রইল টাইম টেবিল

প্রতীকী ছবি
  • 1/6

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও (Kali Puja 2022) বিশেষ পরিষেবা মেট্রো রেলের। মূলত দক্ষিণেশ্বর ও কালীঘাটগামী ভক্তদের কথা মাথায় রেখেই বিশেষ এই পরিষেবা মেট্রোর (Kolkata Metro Special Service On Diwali 2022)। 

প্রতীকী ছবি
  • 2/6

এক্ষেত্রে মধ্যরাত পর্যন্ত মিলবে পরিষেবা। একথা মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

কালী প্রতিমা
  • 3/6

বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো জানিয়েছে, কালীপুজোর দিন উত্তর-দক্ষিণে মোট ২০০টি পরিষেবা মিলবে। তারমধ্যে ১০০টি আপ ও ১০০টি ডাউন। এর মধ্যে আপ ও ডাউন লাইনে ৬টি করে থাকবে বিশেষ পরিষেবা। 

Advertisement
কালী প্রতিমা
  • 4/6

এই বিশেষ পরিষেবা কবি সুভাষ থেকে শুরু হবে রাত ৯টা ৫৪ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে শুরু হবে রাত ৯টা ৪৮ মিনিটে। আর দুই জায়গা থেকেই শেষ বিশেষ পরিষেবা রাত্রি ১২টায়। 

আরও পড়ুনতিনবার চেষ্টার পর চতুর্থবারে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক, চাঞ্চল্য কুমারগঞ্জে

প্রতীকী ছবি
  • 5/6

এর পরের দিন অর্থাৎ ২৫ তারিখ, এই রুটে মিলবে মোট ১৮৮টি পরিষেবা। যার মধ্যে ৯৪টি ডাউন ও ৯৪টি আপ।

কালী প্রতিমা
  • 6/6

যাত্রীদের সুবিধার্থে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত্রি ১০টা ৩৫ পর্যন্ত চলবে মেট্রো। 

Advertisement