scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Covid Emergency WhatsApp Number: কোন হাসপাতালে বেড মিলবে, কোথায় অ্যাম্বুলেন্স! যোগাযোগ করুন এই নম্বরে

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 1/9

দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দু’দিনে দৈনিক মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আজ ফের সংক্রমণের কোপে প্রাণ হারালেন প্রায় ৪ হাজার মানুষ, নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লক্ষ ভারতীয়।

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 2/9

বাংলাতেও করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন ১ লক্ষ ২১ হাজার ৯৩১ জন করোনা রোগী।

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 3/9

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কলকাতা পুরসভা কিশোর ভারতী স্টেডিয়াম আর সায়েন্স সিটির কাছে একটি বেসরকারি সংস্থার অব্যবহৃত অফিসে কোয়ারেন্টাইন সেন্টার এবং সেফ হোম হিসাবে চালু করেছে। এছাড়াও বাড়ানো হচ্ছে বেড়ের সংখ্যা।

Advertisement
Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 4/9

উত্তীর্ণ-এ ৪০০ বেডের একটি সেফ হোম তৈরি হচ্ছে। পাশাপাশি আনন্দপুরে আর রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির বিল্ডিংয়ে সেফ হোম তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 5/9

সব মিলিয়ে কলকাতায় প্রায় ১,৫০০ শয্যা বিশিষ্ট সেফ হোম চালু হচ্ছে শীঘ্রই। পাশাপাশি সরকারি হাসপাতালেও প্রায় সাড়ে ৫ হাজার বেড বাড়ানো হয়েছে। বেসরকারি হাসপাতালের প্রায় দেড় হাজার বেড কোভিডের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 6/9

সেফ হোমের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রোগীর চাপ সামলাতে এ বার রাজ্য স্বাস্থ্যদপ্তর ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে মোট ৮টি হেল্পলাইন নম্বর ও WhatsApp নম্বর প্রকাশ করা হয়েছে। কলকাতা পুরসভার Facebook পেজে কোভিড হেল্প লাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে।

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 7/9

টেলি-মেডিসিন পরিষেবা পেতে যোগাযোগ করতে হবে ০৩৩-২৩৫৭-৬০০১ নম্বরে। পাশাপাশি করোনা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে পুরসভার WhatsApp নম্বরে ৮৩৩৫৯৮৮৮৮৮ যোগাযোগ করা যেতে পারে।

Advertisement
Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 8/9

সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর ও কলকাতা পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মূলত উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের রাখা হবে এই সব সেফ হোমে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্থিতিশীল রোগীদেরও এখানে স্থানান্তরিত করা হবে।

Covid Emergency WhatsApp Number: হাসপাতালের বেড থেকে অক্সিজেনের খোঁজ পেতে যোগাযোগ এই নম্বরে!
  • 9/9

কোনও করোনা রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফের সেফ হোম থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হবে। মঙ্গলবার থেকে ফের শহরের বিভিন্ন ওয়ার্ডে জোর কদমে স্যানিটাইজেশনের কাজ শুরু করছে পুরসভা।

Advertisement