দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী! প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দু’দিনে দৈনিক মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আজ ফের সংক্রমণের কোপে প্রাণ হারালেন প্রায় ৪ হাজার মানুষ, নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লক্ষ ভারতীয়।
বাংলাতেও করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩৯ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন ১ লক্ষ ২১ হাজার ৯৩১ জন করোনা রোগী।
রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরেই নবান্নে সাংবাদিক বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে বাংলায়!
গত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত। পর্যাপ্ত কর্মীর অভাবে প্রতিদিনই হাওড়ায় ৬০-৬৫টি ট্রেন আর শিয়ালদা শাখায় শতাধিক ট্রেন বাতিল হচ্ছিল। শেষে সম্পূর্ণ বন্ধ করা হল রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা।
সূত্রের খবর, এ পর্যন্ত দেশজুড়ে লক্ষাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তবে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন প্রায় ৭০ হাজার কর্মী। বাড়তে থাকা ভাইরাসের সংক্রমণের জেরে রেলের ৭০টি হাসপাতাল এখন করোনা রোগীতে কানায় কানায় পূর্ণ। ফলে নতুন করে করোনা আক্রান্তদের জায়গা হচ্ছে না।
পূর্ব রেল সূত্রে খবর, স্বল্প দূরত্বের প্রায় সবকটি ট্রেনে যাত্রী সংখ্যা ২০ শতাংশেরও কম। তার উপর অধিকাংশ রেলকর্মী করোনায় আক্রান্ত হওয়ার ফলে এমনিতেই পরিষেবা স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়েছিল।
পর্যাপ্ত কর্মী এবং যাত্রীর অভাবের পাশাপাশি রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণ! সব মিলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।