scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination সুবিধা দিচ্ছে কলকাতা পুরসভা এলাকায়!

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 1/8

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সক্রামক! অধিকাংশ আক্রান্তের ক্ষেত্রে কোনও উপসর্গ না থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকের মধ্যে। তাই বাড়ন্ত সংক্রমণে নিয়ন্ত্রণ পেতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকাকরণ অত্যন্ত জরুরি।

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 2/8

কেন্দ্রের নয়া সিদ্ধান্তে করোনা টিকাকরণের জন্য আর আগে থেকে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে টিকা নিতে পারবেন ১৮ বছর ৪৪ বছর (অনূর্ধ্ব ৪৫) বয়সীরাও।

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 3/8

তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র সরকারি টিকাকেন্দ্রগুলিতেই। বেসরকারি ভাবে টিকা নিতে গেলে একই ভাবে অ্যাপ বা ওয়েবসাইট থেকে নাম নথিভুক্ত করে ডেট পেলে তবেই নেওয়া যাবে করোনার টিকা।

Advertisement
KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 4/8

তবে আপনার বয়স যদি পঁয়তাল্লিশ পেরিয়ে গিয়ে থাকে আর আপনি যদি কলকাতা পুরসভা এলাকার বাসিন্দা হন, সে ক্ষেত্রে আপনি পেতে পারেন Walk-in Vaccination-এর সুবিধা।

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 5/8

এতদিন পর্যন্ত ষাটোর্ধ্ব প্রবীণদেরকেই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল। এখন পঁয়তাল্লিশ বা তার বেশি বয়সী কলকাতার নাগরীকদেরও করোনার টিকাকরণের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা দিচ্ছে পুরসভা!

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 6/8

বৃহস্পতিবার থেকেই কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ফের করোনার টিকাকরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের কেনা এবং কেন্দ্রের দেওয়া প্রতিষেধক মিলিয়ে মোট ৩ লক্ষ ৩৮ হাজার ডোজ এসে পৌঁছেছে বাংলায়।

KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 7/8

কলকাতা পুরসভার মোট ১৪৪টি টিকাকরণ কেন্দ্রে Walk-in Vaccination-এর সুবিধা পাবেন পঁয়তাল্লিশ বা তার বেশি বয়সী ব্যক্তিরা। তবে কেন্দ্রের থেকে যে পরিমাণ প্রতিষেধক মিলবে সেই অনুপাতে টিকাকরণ কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে।

Advertisement
KMC Walk-in Vaccination: বয়স কি ৪৫ পেরিয়েছে? Walk-in Vaccination চলছে কলকাতায়!
  • 8/8

তবে কলকাতা পুরসভার মোট ১৪৪টি টিকাকরণ কেন্দ্রে থেকে শহরের ‘সুপার স্পেডার’দের আর করোনার টিকা দেওয়া হবে না। এ শহরের ‘সুপার স্পেডার’দের পৃথক ১৮টি মেগা সেন্টার থেকে করোনার টিকা দেবে কলকাতা পুরসভা।

Advertisement