scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 1/8

করোনা মহামারীর কারণে ২০২০ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের DA (Dearness Allowance) আর DR (Dearness Relief) বাড়েনি। যদিও খুব শীঘ্রই ওই বকেয়া ভাতা পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগীরা।

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 2/8

মোট ৪ শতাংশ DA বৃদ্ধি আর তারপর ৪ শতাংশ বকেয়া মিটিয়ে দিলে ২০২১ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত নতুন মহার্ঘ্য ভাতা যুক্ত হবে। এর অর্থ হল, খুব শীঘ্রই মোটা অঙ্কের বকেয়া পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 3/8

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে জুলাই থেকে DA বাড়তে চলেছে, বকেয়া DR (Dearness Relief) দেওয়া হবে পেনশনভোগীদের। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা মোট ২৮ শতাংশ DA আর DR পাবেন।

Advertisement
7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 4/8

২০২০-র জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের ৩ শতাংশ DA, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালের ৪ শতাংশ DA আর ২০২১-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ শতাংশ DA বাড়ার কথা। সেই হিসাব অনুযায়ী, ১ জুলাই থেকে অন্তত ১১ শতাংশ DA বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 5/8

বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের Pay matrix অনুযায়ী সর্বনিম্ন মাসিক বেতন ১৮,০০০ টাকা। এই Pay matrix-এ ১৫ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। সুতরাং, প্রতিমাসে বেতনের সঙ্গে ২,৭০০ টাকা মহার্ঘ্য ভাতা হিসাবে সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ, বছরে বেতনের সঙ্গে মোট ৩২,৪০০ টাকা যুক্ত হবে।

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 6/8

রিপোর্ট অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে (7th Pay Commission) সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সুবিধা রয়েছে। কেন্দ্রীয় সরকার বেতন স্তর ১৩-র জন্য সারণী পরিবর্তন করা হয়েছে।

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 7/8

Fitment factor (Pay band এবং grade pay) ২.৫৭ থেকে ২.৬৭-এ একটি নির্দিষ্ট স্তরে পরিবর্তিত হয়েছে এবং বেতনের শ্রেণিবিন্যাসও পরিবর্তন করা হয়েছে।

Advertisement
7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে ঠিক কত টাকা মাইনে বাড়তে চলেছে জানেন?
  • 8/8

এই Fitment factor (Pay band এবং grade pay) হিসাবে যদি কোনও কর্মীর মূল (বেসিক পে) বেতন ২০,০০০ টাকা হয় তাহলে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী ওই কর্মী (২০,০০০ x ২.৫৭) ৫১ হাজার ৪০০ টাকা পেতে চলেছেন।

Advertisement