scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Kolkata-NJP Special Train: গরমে ঘুরে আসুন দার্জিলিং, স্পেশাল ট্রেন রেলের, কবে থেকে কখন?

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 1/10

কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেলওয়ে। গোটা মে মাস চলবে এই ট্রেন।  

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 2/10

২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত চালানো হবে এই ট্রেন।  

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 3/10

প্রতি সপ্তাহে শুক্রবার ট্রেনটি কলকাতা থেকে রওনা দেবে নিউ জলপাইগুড়ির উদ্দেশে।  

Advertisement
কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 4/10

শুক্রবার ভোর ৪টেয় নিউ জলপাইগুড়িতে ছাড়বে ট্রেন। ওই দিন দুপুর ৩টেয় পৌঁছবে কলকাতায়। 

 

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 5/10

ফিরতি ট্রেন শুক্রবার কলকাতা থেকে রাত ১১টা ১০ মিনিটে কলকাতা থেকে রওনা দেবে। পরের দিন সকাল সাড়ে ১০টায় পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।  

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 6/10

থামবে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জাংশন, মালদা টাউন, বরসৌই, কিশানগঞ্জ এবং আলুয়াবাড়ি স্টেশনে। 

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 7/10

এসি, স্লিপার ক্লাস ও জেনারেল কামরায় যেতে পারবেন যাত্রীরা। তৎকাল সংরক্ষণের ব্যবস্থা নেই।   

Advertisement
কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 8/10

অনলাইনে স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। সাধারণ টিকিটের সঙ্গে অতিরিক্ত বিশেষ চার্জ দিতে হবে যাত্রীদের।      
 

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 9/10

শুক্রবার রাতে ট্রেন। ফলে শনি ও রবি ছুটির সুযোগ তুলতে পারবেন অনেকে। গরমে জিরোতে পারবেন শৈলশহরের ঠান্ডায়।             

কলকাতা স্টেশন-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন
  • 10/10

বলে রাখি, এপ্রিলে ইতিমধ্যেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া থেকে ২৫ এবং ৩০ এপ্রিল ট্রেন ছাড়বে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশে।        

Advertisement