গত ২২ অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির উদ্যোক্তা-কর্মকর্তাদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই বাংলা ও বাঙালির দুর্গাপুজোকে UNESCO-র দেওয়া হেরিটেজ সম্মানকে উদযাপনের জন্য কলকাতায় বিশেষ শোভাযাত্রার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এই শোভাযাত্রা হবে আগামিকাল, বৃহস্পতিবার। ১ সেপ্টেম্বর শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মিছিলের মাধ্যমে ইউনেস্কোকে ধন্যবাদ জানানো হবে। এই শোভাযাত্রা আগামিকাল দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সামনে শুরু করে রানি রাসমণি রোড পর্যন্ত যাবে।
এই শোভাযাত্রার জন্য কলকাতার বেশ কিছু রাস্তায় ব্যাপক যানজট এবং কিছু এলাকায় আংশিক যানজটের আশঙ্কা রয়েছে। এই কর্মসূচির জেরে হওয়া যানজটের সম্ভাবনা অনুযায়ী ইতিমধ্যে ট্র্যাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনাও সেরে ফেলছে কলকাতা পুলিশ।
আগামিকাল সকাল থেকে শহরের বেশ কিছু রাস্তার যানজট নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়ন করা হচ্ছে। শহরের একাধিক রুটের যান চলাচলের অভিমুখ বদলে দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা ট্র্যাফিক পুলিশের এই সংক্রান্ত খুঁটিনাটি আপডেট...
১ সেপ্টেম্বর, আগামিকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার একাধিক রুটে যানচলাচলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আগামিকাল সকাল থেকে ভূপেন বসু অ্যাভিনিউ, জে এম অ্যাভিনিউ, সি আর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোডে ট্র্যাফিক নিয়ন্ত্রণে আংশিক পরিবর্তন করা হতে পারে।
Red Road will be closed for all types of vehicles and certain traffic restriction for goods vehicle & parking will be imposed in some roads of the city icw the programme to celebrate UNESCO Intangible Cultural Heritage Status to Durga Puja on 01.09.22. For details check below 👇 pic.twitter.com/K0HnO7VBYn
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) August 26, 2022
এছাড়াও কে কে টেগোর স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, গনেশচন্দ্র অ্যাভিনিউ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরনি, মেয়ো রোড, আউট্রাম রোড, আর আর অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়ন করা হতে পারে।
পাশাপাশি, জওহর লাল নেহরু রোড, ডাফ্রিন রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, নিউ রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প, এসপ্ল্যানেড রো (পূর্ব)-তে যানজট নিয়ন্ত্রণে একাধিক রুটের যান চলাচলের অভিমুখ বদলে দেওয়া হবে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে করা টুইটে বলা হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই শোভাযাত্রা আগামিকাল যে ভাবে এগোবে, পরিস্থিতি অনুযায়ী, উল্লেখিত রাস্তাগুলিতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের অভিমুখ বদলে দেওয়া হতে পারে।
এই সংক্রান্ত আরও আপডেট পেতে নজর রাখুন: কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজ-এ।