আজ, ২৫ অগাস্ট সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তার যানজট নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একাধিক অনুষ্ঠান-কর্মসূচিতে শহরের একাধিক রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।
শোভাযাত্রা, মিছিল, জমায়েত থেকে শুরু করে ফুটবল ম্যাচ— এমনই একাধিক অনুষ্ঠান-কর্মসূচির জেরে হওয়া যানজটের সম্ভাবনা অনুযায়ী ইতিমধ্যে ট্র্যাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনাও করে ফেলছে কলকাতা পুলিশ।
শহরের বেশ কিছু রাস্তার যানজট নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে। শহরের একাধিক রুটের যান চলাচলের অভিমুখ বদলে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা ট্র্যাফিক পুলিশের এই সংক্রান্ত খুঁটিনাটি আপডেট...
সকাল ১০টার আপডেট: সকাল ৯টা নাগাদ থেকে গান্ধী মূর্তির সামনে একটি জমায়েতের কারণে ময়দান ও সংলগ্ন এলাকায় আংশিক যানজট তৈরি হয়েছে। এই এলাকায় ট্র্যাফিকের গতি আপাতত মন্থর। আজ সকাল ১০টা থেকে বিকেল ৬টো পর্যন্ত ৪৪ গাডের্ন রিচ এলাকায় একটি অনুষ্ঠানের কারণে ওই এলাকায় আংশিক যানজটের আশঙ্কা রয়েছে।
বেলা সাড়ে ১১টা থেকে রামলীলা ময়দান থেকে একটি শোভাযাত্রা / মিছিল সিআইটি রোড, মৌলালি, ক্রিক রো, হিন্দ সিনেমা হয়ে গনেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে আরএন মুখার্জি রোডে পৌঁছাবে। ফলে সাড়ে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই রাস্তাগুলিতে যানজটের আশঙ্কা রয়েছে।
আজ দুপুর ১টা থেকে আর একটি শোভাযাত্রা / মিছিল কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে রাণী রাসমণী অ্যাভিনিউতে পৌঁছাবে। ফলে বিকেল ৪টে পর্যন্ত এই রাস্তাগুলিতে যানজটের আশঙ্কা রয়েছে।
আজ দুপুর দেড়টা থেকে ২টো নাগাদ রামলীলা ময়দান থেকে আরও একটি শোভাযাত্রা / মিছিল সিআইটি রোড, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, জেএল নেহরু রোড হয়ে এসপ্ল্যানেডের Y চ্যানেলে পৌঁছাবে। ফলে বিকেল ৪টে পর্যন্ত এই রাস্তাগুলিতে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে।
আজ দুপুর আড়াইটা থেকে ৩টে নাগাদ বিড়লা তারামণ্ডল থেকে একটি শোভাযাত্রা / মিছিল মায়ো রোড, জেএল নেহরু রোড হয়ে ময়দান গান্ধী মূর্তির সামনে পৌঁছাবে। ফলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত এই রাস্তাগুলিতে আংশিক যানজটের আশঙ্কা রয়েছে।
আজ সন্ধ্যা ৬টা নাগাদ কিশোর ভারতী স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের জন্য স্টেডিয়াম সংলগ্ন যাদবপুর এলাকায় রাত ৮টা পর্যন্ত আংশিক যানজটের আশঙ্কা রয়েছে।
এই সংক্রান্ত আরও আপডেট পেতে নজর রাখুন: কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক পেজ-এ।