উৎসবের মরশুম শেষ হতেই পূর্ব ঘোষণা অনুযায়ী সুখবর পেলেন সুরাপ্রেমীরা! গতকাল, মঙ্গলবার রাত থেকেই এক ধাক্কায় অনেকটা কমে গেল মদের দাম।
মূলত ভারতে তৈরি হওয়া বিলিতি মদের দাম (Indian Made Foreign Liquor) এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে রাজ্য আবগারি দফতর। হুইস্কি, রম, ভদকা বা বিয়ার— সবেরই দাম বেশ কিছুটা কমেছে।
দাম কমার পর কোনটার কত দাম, তারও একটি তালিকা প্রকাশ করেছে রাজ্য আবগারি দফতর। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রাজ্য আবগারি দফতরের পোর্টালে।
ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (BEVCO)-এর পোর্টাল থেকে সরাসরি ক্রেতা ও বিক্রেতারা মদের নতুন দামের তালিকা দেখা নিতে পারবেন। BEVCO-র পোর্টালের হোম পেজে গিয়ে (https://excise.wb.gov.in/WBSBCL/Bevco/NIC/common/Price_List.aspx?type=28) সেটির Price list ট্যাবে গিয়েই দামের তালিকা দেখা যাবে।
রাজ্য আবগারি দফতর জানিয়েছে, আগামী ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত এই পরিবর্তিত দাম কার্যকর থাকবে। চলুন এ বার জেনে নেওয়া যাক কোন মদের দাম কত টাকা কমল...
রাজ্য আবগারি দফতরের দেওয়া নতুন তালিকা অনুযায়ী, বিয়ারের দাম (৬৫০ মিলিলিটার) ৫-১৫ টাকা পর্যন্ত কমেছে। ১১০ টাকার বোতল এখন ১০৫ টাকায় কেনা যাবে, ১৪০ টাকার বিয়ার মিলবে ১৩০ টাকায়।
নতুন তালিকা অনুযায়ী, রমের দাম (৭৫০ মিলিলিটার) ৬০-১০০ টাকা করে কমে গিয়েছে। গতকাল পর্যন্ত যা ৬১০-৬৮০ টাকা দিয়ে কিনতে হয়েছে, তা এখন ৫৪০ টাকা থেকে ৬৩০ টাকার মধ্যে কেনা যাবে।
রাজ্য আবগারি দফতরের দেওয়া নতুন তালিকা অনুযায়ী, হুইস্কিও অনেকটা সস্তা হয়েছে। হুইস্কির দামও প্রায় ১০০-২০০ টাকা কমে গিয়েছে। গতকাল পর্যন্ত যে হুইস্কি (৭৫০ মিলিলিটার) ৭৫০-৯১০ টাকা দিয়ে কিনতে হয়েছে, তা এখন ৫৯০ টাকা থেকে ৭৩০ টাকার মধ্যে কেনা যাবে।