scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Liquor Shops Open in Bengal: বাংলাতেও খুলে গেল মদের দোকান, খোলা থাকবে রোজ ৩ ঘণ্টা!

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 1/9

গত ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। পরিস্থিতি সামাল দিতে ১৬ মে থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত  বাড়িয়ে দেওয়া হয়েছে।

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 2/9

সেই ১৬ মে থেকেই এ রাজ্যে বন্ধ ছিল মদের দোকানও। টানা ১৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বাংলায় খুলে গেল মদের দোকান। সরকারি নির্দেশের পর যেন হালে ‘পানি’ পেলেন বাংলার সুরাপ্রেমীরা!

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 3/9

তবে গতবারের মতো এ বারের লকডাউনে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বাংলার সুরাপ্রেমীদের। কারণ, সরকারী সম্মতিতে রাজ্যে মদের অনলাইন ডেলিভারি পরিষেবা চালু হয়েছে আগেই।

Advertisement
Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 4/9

রাজ্যের অনেক মদের দোকানই অনলাইন ডেলিভারি সংস্থাগুলির সাহায্যে ক্রেতাদের বাড়িতেই মদ পাঠাচ্ছিল। কিছুটা বাড়তি ডেলিভারি চার্জ দিয়ে বাড়িতে বসে মদ আনিয়ে নিতে আপত্তি নেই অনেক সুরাপ্রেমীদের।

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 5/9

জানা গিয়েছে, করোনায় সমস্ত বিধিনিষেধ মেনেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মদের দোকান প্রতিদিন ৩ ঘণ্টার জন্য খোলা থাকবে।

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 6/9

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে রাজ্যের মদের দোকানগুলি। জানা গিয়েছে, মদের দোকানগুলিকেও খুচরো দোকানের মধ্যেই ধরা হচ্ছে।

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 7/9

মদের দোকান রোজ ৩ ঘণ্টার জন্য খুললেও এখনই খুলছে না রাজ্যের বার ও রেস্তোরাঁগুলি। অন্যান্য দোকান, শপিংমল ইত্যাদির ক্ষেত্রেও আগের সরকারি নির্দেশই বহাল থাকছে।

Advertisement
Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 8/9

শুধু মদের দোকানই নয়, ব্যবসা সচল রাখার স্বার্থে নয়া নির্দেশিকায় কলেজ স্ট্রিট বই বাজারও ৩ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

Liquor Shops Open in Bengal: বাংলাতেও রোজ ৩ ঘণ্টা খোলা থাকবে মদের দোকান!
  • 9/9

রাজ্যের অনেক মদের দোকানই অনলাইন ডেলিভারি সংস্থাগুলির সাহায্যে ক্রেতাদের বাড়িতেই মদ পাঠাচ্ছিল। কিছুটা বাড়তি ডেলিভারি চার্জ দিয়ে বাড়িতে বসে মদ আনিয়ে নিতে আপত্তি নেই অনেক সুরাপ্রেমীদের।

Advertisement