scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

LPG Price Hike: মার্চ পয়লায় ফের ঝটকা মধ্যবিত্তের পকেটে, ৪ দিনের মাথায় আবার বাড়ল গ্যাসের দাম

 LPG cylinder
  • 1/7

বেশ দিন না, গত ২৫ ফেব্রুয়ারি শেষ বার বেড়েছিল গ্যাসের দাম। তার ৪ দিনের মাথায় ফের সিলিন্ডারে পিছু ২৫ টাকা করে বাড়ল গ্যাসের দাম। যার ফলে কলকাতায় বর্তমানে সিলিন্ডার পিছু এলপিজি-র ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা।

 LPG cylinder
  • 2/7

৩০ দিনেরও কম সময়ের মধ্যে পরপর ৪  বার দাম বাড়ল এলপিজি  সিলিন্ডারের! ফলে তা আরও আকাশছোঁয়া হয়ে উঠেছে।
 

 LPG cylinder
  • 3/7

রান্নার গ্যাসের পাশপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা।

Advertisement
 LPG cylinder
  • 4/7

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে গ্যাসের দাম দু'দফায় ১০০ টাকা পর্যন্ত বেড়েছিল। যা নিয়ে ঘোর সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এরপর ফের ফেব্রুয়ারিতে দফায়-দফায় ১০০ টাকা দাম বেড়ে যায় রান্নার গ্যাসের সিলিন্ডারের। এবার মার্চের শুরু থেকেই ফের ২৫ টাকা দাম বাড়ল গ্যাসের।

 LPG cylinder
  • 5/7

কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত প্রতি মাসের পয়লা তারিখ গ্যাসের দাম পরিমার্জন করে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। সেই অনুসারে পয়লা মার্চ থেকে রান্নার গ্যাসের দামের পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। কিন্তু নজিরবিহীন ভাবে ফেব্রুয়ারি মাসে পরপর ৩ বার গ্যাসের দাম বাড়িয়েছিল তেল বিপণন সংস্থাগুলি। 
 

 LPG cylinder
  • 6/7

এদিকে গ্যাসের দাম ক্রমাগত বৃদ্ধি পেলেও সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি কমতে কমতে তলানিতে এসে দাঁড়িয়েছে। তাছাড়া গ্রাহকরা এলপিজি সিলিন্ডার নিলে কত টাকা ভর্তুকি বাবদ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেই তথ্যও জানানো  বন্ধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। 

 LPG cylinder
  • 7/7

এমনিতে জ্বালানির দামের বৃদ্ধি দেশে রেকর্ড গড়েছে। তার ওপর রান্নার গ্যাসের দাম ঘনঘন বেড়ে চলায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার যোগার। করোনা কালে আর্থিক মন্দার কারণে থেমেছে আয়বৃদ্ধি। এই অবস্থায় সংসার চালানো দায় হয়ে পড়েছে দেশের আমআদমির।  

Advertisement