বিপদ কখনও বলে কয়ে আসে না। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি! যেমন, গ্যাস সিলিন্ডার থেকেও মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনও সময়! গ্যাস সিলিন্ডার থেকে যে কোনও দুর্ঘটনা এড়াতে কয়েকটা বিষয় খেয়াল রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কী কী করণীয়...
রান্নাঘর থেকে গ্যাস বন্ধ করে বেরনোর আগে অবশ্যই দেখে নিন, গ্যাসের পাইপটি যেন কোনও ভাবেই গ্যাস ওভেনের উত্তপ্ত বার্নারের গায়ে লেগে না থাকে।
একই গ্যাসের পাইপ বছরের পর বছর ব্যবহার করবেন না। নিরাপত্তার খাতিরে প্রতি দুই বছর পর পর গ্যাসের পাইপ বদলে ফেলুন। গ্যাসের পাইপের গায়ে ‘আইএসআই’ চিহ্ন আছে কিনা, তা অবশ্যই দেখে নেবেন। ‘আইএসআই’ চিহ্ন যদি না থাকে, তাহলে সেই পাইপ অবিলম্বে পরিষেবা প্রদানকারী সংস্থাকে ফেরত দিন।
রান্নাঘর থেকে বেরনোর আগে সিলিন্ডারের মুখ সেফটি ক্যাপ দিয়ে ঢেকে দিতে ভুলবেন না। খেয়াল রাখবেন, গ্যাস ওভেন, গ্যাসের পাইপ বা সিলিন্ডার কখনওই যেন খুব কাছাকাছি এসে না পড়ে! সব সময় এগুলির মধ্যে নিরাপদ দূরত্ব রয়েছে কিনা খেয়াল রাখুন।
অনেকেই গ্যাসের পাইপ পরিষ্কার করার ক্ষেত্রে সাবান ব্যবহার করেন। এমনটা ভুলেও করবেন না, মারাত্মক বিপদ ঘটে যেতে পারে! গ্যাসের পাইপ পরিষ্কার করতে শুকনো কাপড় ব্যবহার করুন। পাইপটি খুব তেলচিটে হলে, মোছার কাপড়টি সামান্য জলে ভিজিয়ে নিয়ে সেটা দিয়েই পরিষ্কার করুন।
রান্নাঘরে ঢুকেই যদি গ্যাসের গন্ধ পান, তাহলে তখনই বাইরে বেরিয়ে আসুন। ওই অবস্থায় কোনও সুইচ বোর্ডে হাত দেবেন না বা কোনও বৈদ্যুতিন সরঞ্জাম চালু করবেন না। মনে রাখবেন, রান্নার গ্যাস সাধারণ বাতাসের চেয়ে ভারি। ফলে গ্যাস লিক করলেও তা নিচে, মেঝের কাছাকাছিই ঘোরাফেরা করে। তাই প্রাথমিক ভাবে তোয়ালে, কাপড় বা হাতপাখার সাহায্যে হাওয়া দিয়ে গ্যাস রান্নাঘরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করুন। তবে গ্যাসের গন্ধ সারা বাড়িময় ভরে যাচ্ছে বুঝলে দেরি না করে খবর দিন পরিষেবা প্রদানকারী সংস্থার হেল্প লাইন নম্বরে।