ভিনরাজ্য থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাঁদের জন্য প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এই প্রকল্পের নাম শ্রমশ্রী। এই প্রকল্পে চলতি সপ্তাহ থেকেই সুবিধা পাবেন ভিনরাজ্য থেকে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা।
এখন প্রশ্ন হল, কীভাবে আবেদন করতে হবে? হেল্পলাইন নম্বরও চালু করে দিল রাজ্য।
রাজ্যের শ্রম দফতর জানাচ্ছে, মোবাইল অ্যাপ ও একটি ওয়েব পোর্টাল চালু হচ্ছে। চলতি সপ্তাহেই সেই অ্যাপ ও পোর্টাল ব্যবহার করা যাবে।
সেখানেই সরকারি ভাতার জন্য আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা। 'আমাদের পাড়া, আমাদের সমাধান' ও দুয়ারে সরকার ক্যাম্পে নাম লেখাচ্ছেন ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা। সেই সব নাম তুলে দেওয়া হবে পোর্টালে।
শ্রমিকদের জন্য চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর। নম্বরটি হল 18001030009 । এই হেল্পলাইন নম্বরে মিলবে শ্রমশ্রী প্রকল্প নিয়ে সব তথ্য।
রাজ্য সরকার জানিয়েছে, শ্রমশ্রী বাংলায় ফিরে আসা শ্রমিকদের জন্য একটি সামগ্রিক সুরক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা শুধু ভাতা নয়, ভবিষ্যতের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা, সবই পাবেন।
শ্রমশ্রী নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ফিরে আসা প্রতিটি পরিযায়ী শ্রমিককে প্রথমে এককালীন ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
তারপর প্রতিমাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীকালে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের অধীনে তাঁদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে ৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় যে ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক বাইরে আছেন, তাঁরা সকলে শ্রমশ্রী-র সুবিধা পাবেন। যাঁরা নাম নথিভুক্ত করেননি, তাঁরা নাম নথিভুক্ত করতে পারবেন।