scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 1/8

আপনার যদি গাড়ি থাকে তাহলে আপনার খরচ বাড়তে চলেছে। কারণ, ১ জুন থেকে থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তে চলেছে৷ সরকার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। 

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 2/8

একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে সংশোধিত হার অনুসারে, ১০০০ সিসি ইঞ্জিন ক্ষমতা সহ ব্যক্তিগত গাড়ির জন্য প্রিমিয়াম এখন ২০৭২ টাকার পরিবর্তে ২০৯৪ টাকা হবে।

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 3/8

২০১৯-২০ সালের পর থেকেই ২০৭২ টাকার প্রিমিয়াম অপরিবর্তিত ছিল। তিন বছর পর সব ধরনের ব্যক্তিগত গাড়ির থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম সামান্য দামি হতে চলেছে।

Advertisement
Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 4/8

১ জুন থেকে পরিবর্তিত নতুন রেট অনুযায়ী, ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি ইঞ্জিনের প্রাইভেট কারের প্রিমিয়াম এখন ৩২২১ টাকার পরিবর্তে ৩৪১৬ টাকা হবে।

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 5/8

১০০০ সিসি থেকে ১৫০০ সিসি ইঞ্জিনের ব্যক্তিগত গাড়ির থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আগের চেয়ে দামি হলেও সস্তা হচ্ছে ১৫০০ সিসি-এর বেশি ব্যক্তিগত গাড়ির বিমার প্রিমিয়াম। 

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 6/8

১ জুন থেকে পরিবর্তিত রেট অনুযায়ী, ১৫০০ সিসি-এর বেশি ব্যক্তিগত গাড়ির বিমার প্রিমিয়াম ৭৮৯৭ টাকা থেকে কমে ৭৮৯০ টাকা হচ্ছে।

Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 7/8

মে মাসের পর থেকে ১৫০ সিসি থেকে ৩৫০ সিসি পর্যন্ত দুই চাকার গাড়ির জন্য প্রিমিয়াম দিতে হবে ১৩৬৬ টাকা। 

Advertisement
Motor Insurance Premium Hike: গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, কোন গাড়ির কত? রইল
  • 8/8

১ জুন থেকে পরিব্র্তিত রেট অনুযায়ী, ৩৫০ সিসি-এর বেশি দুই চাকার গাড়ির জন্য থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে ২৮০৪ টাকা।

Advertisement