scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 1/8

উৎসব ফুরতেই কমতে শুরু করেছে মুরগির মাংসের দাম। নভেম্বরে লাগাতার কমছে চিকেনের দর। শেষ পাঁচ দিনে প্রায় ১৫ শতাংশ সস্তা হয়েছে মুরগির মাংসের দাম। ফলে স্বাদ ফিরেছে মধ্যবিত্তর পাতে।

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 2/8

নভেম্বরের শুরুতেও মুরগির মাংসের দাম কিলোতে ২০০ টাকার কাছাকাছি বিক্রি হয়েছে। বর্তমানে চিকেনের দাম কমতে কমতে বেশ কিছু জেলাতে কিলোতে ১৭০ টাকার নিচে নেমে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সোমবার (১৪ নভেম্বর, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে মুরগির মাংসের দাম...

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 3/8

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২৫-১৩৫ টাকা, চিকেন (কাটা) ১৭০-১৭৫ টাকা কিলো। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২০-১৩০ টাকা, চিকেন (কাটা) ১৬৫-১৭০ টাকা কিলো। 

Advertisement
Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 4/8

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১৫-১২২ টাকা আর কাটা ১৬০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১২০-১৩০ টাকা আর কাটা মাংসের দাম ১৭০ টাকা কিলো।

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 5/8

হুগলি আর বর্ধমানে চিকেনের দাম গোটা ১২০-১২৮ টাকা আর কাটা ১৭০ টাকা কিলো। নদিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১২০-১৩০ টাকা আর কাটা মাংসের দাম ১৭০-১৭৫ টাকা কিলো।

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 6/8

বীরভূমে চিকেনের দাম গোটা ১২০-১৩০ টাকা কিলো আর কাটা ১৭০ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১২২-১৩০ টাকা আর কাটা ১৭০ টাকা কিলো।

Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 7/8

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১৩০-১৪০ টাকা কিলো আর কাটা ১৮০ টাকা কিলো। কোচবিহারে চিকেনের দাম (গোটা) প্রতি কিলো ১৩০-১৪০ টাকা আর কাটা ১৭৫-১৮৫ টাকা কিলো। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কিলো ১৩০-১৪০ টাকা আর কাটা ১৭৫ টাকা কিলো।

Advertisement
Chicken Price in Bengal: পাঁচদিনে ১৫% সস্তা হল মুরগির মাংস, আজ আপনার জেলায় দাম কত?
  • 8/8

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কিলোতে ১২৫-১৩৫ টাকা আর কাটা মাংসের দাম ১৮০ টাকা কিলো। দার্জিলিংয়ে চিকেন গোটা ১৩০-১৪০ টাকা কিলো আর কাটা ১৯০ টাকা কিলো। আলিপুরদুয়ারে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২৫-১৩৫ টাকা আর কাটা মাংস ১৮০ টাকা কিলো।

Advertisement