scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 1/9

শুধু উপার্জন নয়, ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগ এবং সঞ্চয় অত্যন্ত জরুরি। যাঁদের বিনিয়োগ সম্পর্কে তেমন ধারণা নেই, তাঁদের মিউচাল ফান্ডে বিনিয়োগ করাই সুবিধাজনক। এর জন্য প্রথমেই বেছে নিতে হবে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ড বাজারের ঝুঁকি বুঝে বিনিয়োগ করে দেবে।

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 2/9

তবে সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিতে হবে আপনাকেই! যদি বিনিয়োগ সম্পর্কে বিন্দুমাত্র সংশয় থাকে, তাহলে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-র ভরসা করতে পারেন। মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-তে সামান্য টাকা বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন।

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 3/9

মাসিক মাত্র ১০০০ টাকার বিনিয়োগেই ভাল রিটার্ন পেতে পারেন। এমন বেশ কয়েকটি Mutual Fund রয়েছে, যেগুলি আয়কর আইনের 80C ধারার আওতায় কর ছাড়ের সুবিধা দেয়। 

Advertisement
Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 4/9

বিগত কয়েক বছরে এই সব Mutual Funds থেকে মোটা বড় অঙ্কের রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। চলুন এমন ৩টি লাভজনক Mutual Funds সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলিতে কর ছাড়ের সুবিধার পাশাপাশি ১৯ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে...

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 5/9

IDFC Tax Advantage (ELSS) Fund: এই তহবিলে এক বছরের বিনিয়োগে ২৩.১ শতাংশ রিটার্ন পাওয়া যায়। এই তহবিলটি ৩ বছরের স্ট্যাচুটোরিয়াল লক-ইন (statutory lock-in) পিরিয়ড বৈশিষ্ট্যযুক্ত। এটি ২০০৮ সালের ডিসেম্বরে চালু হয়েছিল। এটি হল সুনিশ্চিত বড় রিটার্নের অন্যতম একটি ঠিকানা।

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 6/9

Aditya Birla Sun Life Tax Relief 96 Fund: এই তহবিলে এক বছরের বিনিয়োগে ১৯.৩ শতাংশ রিটার্ন পাওয়া যায় আর ৩ বছরের জন্য বিনিয়োগে রিটার্ন মিলবে ২৩.৫ শতাংশ। এটি একটি ওপেন-এন্ড ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম। এই তহবিলটিও ৩ বছরের স্ট্যাচুটোরিয়াল লক-ইন (statutory lock-in) পিরিয়ড বৈশিষ্ট্যযুক্ত।

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 7/9

Edelweiss Large Cap Fund: গত বছর এই মিউচুয়াল ফান্ড থেকে বার্ষিক ১৯.‌৬৬ শতাংশ হারে সুদ মিলেছে। বিগত ৫ বছর ধরে দেখা গিয়েছে, বার্ষিক অন্তত ১৩.‌৪৪ শতাংশ হারে সুদ মিলেছে এই Edelweiss Large Cap Fund-এ। তাই যদি দীর্ঘমেয়াদে কর মুক্ত ভাবে বিনিয়োগ করতে চান, তাহলে এই প্রতিবেদনে উল্লেখিত তিনটি ফান্ডের যে কোনও একটিতে টাকা ঢালা যেতেই পারে।

Advertisement
Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 8/9

BOI Axa Tax Advantage Fund: বিগত ৫ বছর ধরে দেখা গিয়েছে, এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বার্ষিক ১৬ শতাংশ হারে সুদ পাওয়া গিয়েছে। বিগত ৭ বছরের হিসেব অনুযায়ী, BOI Axa Tax Advantage Fund-এ প্রায় ১৭ শতাংশ হারে সুদ মিলেছে। এই ফান্ডে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-তেও বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে পারেন।

Mutual Funds With Tax Benefits: দ্রুত সঞ্চয় বাড়াতে ব্যাঙ্কে কেন? টাকা রাখুন মিউচুয়াল ফান্ডে!
  • 9/9

Canara Robeco Equity Tax Saver Fund: বিগত ৩ বছরে এই মিউচুয়াল ফান্ড বার্ষিক ‌১৪.‌৩৪ শতাংশ হারে সুদ দিয়েছে। ৩ থেকে ৫ বছরের মেয়াদে টাকা রেখে যথাক্রমে বার্ষিক ১৫.‌৩৫ শতাংশ ও ১৬.‌৫৪ শতাংশ হারে সুদ মিলেছে। Canara Robeco Equity Tax Saver Fund-এর সবচেয়ে বড় সুবিধা হল, এখানে মাসে ন্যূনতম ৫০০ টাকাও রাখা যায়।

Advertisement