চাকরির সুযোগ কলকাতায়! কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে (National Library) ইন্টার্ন নিয়োগ করা হচ্ছে। নিযুক্ত যোগ্য ইন্টার্নদের মোটা অঙ্কের স্টাইপেন্ড দেওয়া হবে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
মোট ২৫টি শূন্যপদে ইন্টার্ন নিয়োগ করা হচ্ছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে (National Library)। আগামী ১৬ জুনের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের করতে হবে আবেদন।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্সে স্নাতকোত্তর প্রার্থীরাই কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে (National Library) ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর ভাষাজ্ঞান: বাংলা, হিন্দি, ইংরাজি, অসমিয়া, ওড়িয়া, গুজরাতি, মরাঠি, কন্নড়, মালায়ালম, পঞ্জাবি, তামিল বা তেলগু ভাষায় দক্ষ প্রার্থীরা উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা ও মাসিক স্টাইপেন্ড: ১৬ জুন, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হলে, এই পদের জন্য আবেদন করতে পারেন। ইন্টার্ন হিসাবে নিযুক্তরা মাসে ২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।
নিয়োগের পদ্ধতি: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষা, যে কোনও সরকার স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হল, দ্য ডিরেক্টর জেনারেল ন্যাশনাল লাইব্রেরি কলকাতা, আলিপুর, কলকাতা: ৭০০০২৭। অনলাইনেও আবেদন জানানো যেতে পারে। তার জন্য esttsupdt@gmail.com ই-মেল আইডিতে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যানকপি সহ আবেদন করতে হবে।